রবিবার বর্ধমানে বিজেপির দলীয় কর্মসূচিতে যোগ দিতে গিয়েছিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। সেখানে তাঁকে প্রশ্ন করা হয়, শুভেন্দুর 'তারিখের-রাজনীতি' কি বিজেপির ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে? এর উত্তরে দিলীপ ঘোষ বলেন, "বিজেপি কোনও তারিখের উপরে নির্ভর করে না। কোর্ট কাছারির উপরে রাজনীতি করে না বলেই বাংলার মানুষ আমাদের সঙ্গে আছে।"
বিধানসভায় বিরোধী দলনেতা ও মুখ্যমন্ত্রীর ‘সৌজন্য’ সাক্ষাৎ থেকে শুরু করে ‘ডিসেম্বর’ তরজা। সম্প্রতি, একাধিক বিষয় নিয়ে দিলীপের তোপের মুখে পড়তে দেখা গিয়েছে শুভেন্দুকে। শুভেন্দুও হাজরার সভা থেকে প্রাতর্ভ্রমণ নিয়ে নাম না করে দিলীপ ঘোষকে বিঁধেছেন। দিল্লি থেকে পাল্টা ‘দম থাকা’র কথা বলেছিলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। শুভেন্দুর ‘তারিখ রাজনীতি’ প্রসঙ্গে দিলীপকে বলতে শোনা গিয়েছিল, ‘‘তারিখ পে তারিখ! আমি কোনও তারিখের রাজনীতি করি না।’’
advertisement
তার পরে অবশ্য, দুপক্ষই সুর নরম করেছে। দলীয় মঞ্চে পাশাপাশি বসতে দেখা যায় দুই নেতাকে।
আরও পড়ুন: তৈরি হয়েছে বিপরীত ঘূর্ণাবর্ত, বড়দিনে আবহাওয়ার বড় আপডেট হাওয়া অফিসের
বর্ধমান থেকে সিপিএম-কেও একহাত নেন দিলীপ। দুদিন আগে বর্ধমানে এসে মহম্মদ সেলিম বলেছিলেন, "লালন খুনে সবচেয়ে বেশি সুবিধা হয়েছে বিজেপির। তারপরে তৃণমূলের।" এ দিন সেলিমের এই মন্তব্য নিয়ে দিলীপ ঘোষকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, "আমরা খুনের রাজনীতি সমর্থন করি না। খুনের থেকে রাজনৈতিক লাভও নিই না। এসব সংস্কৃতি আমদানি করেছে সিপিএম। তাঁদের খুনের রাজনীতির জন্য বাংলার মানুষকে ভুগতে হচ্ছে। তারা প্রায়শ্চিত্ত করুন। খুন থেকে কি করে লাভ করতে হয় তা ওঁরা ভাল জানেন।"
আরও পড়ুন: ডিসেম্বরে তৃণমূলের 'দরজা খোলা' নিয়ে পাল্টা দিলীপ ঘোষ, করলেন মারাত্মক দাবি!
বিজেপি নেতার কথায়, বিজেপি বাংলা সুশাসন চায়, উন্নয়ন চায়। কেন্দ্রীয় সরকার হাজার কোটি টাকা পাঠাচ্ছে। কিন্তু সে সবই লুট হয়ে যাচ্ছে বলে অভিযোগ দিলীপ ঘোষের। তাঁর দাবি, "পঞ্চায়েতের লোকেরা এত লুট করেছে যে এখন পদত্যাগ করে পালাচ্ছে পাবলিক পেটাবে বলে। রাস্তা হয়নি, জল নেই, বিদ্যুৎ নেই, স্কুলে মাস্টার নেই, থানায় পুলিশ নেই, হাসপাতালে ডাক্তার নেই, নেই নেই রাজত্ব।"