Dilip Ghosh: ডিসেম্বরে তৃণমূলের 'দরজা খোলা' নিয়ে পাল্টা দিলীপ ঘোষ, করলেন মারাত্মক দাবি!
- Published by:Suman Biswas
Last Updated:
Dilip Ghosh: রবিবার দুর্গাপুরে প্রাতঃভ্রমণে বেড়িয়ে দিলীপ ঘোষ তৃণমূলের ছোট করে দরজা খোলা নিয়ে কটাক্ষ করে বলেন, ''স্বপ্ন দেখছে তৃণমূল, এই দল নিজেদের মধ্যে মারামারি করে শেষ হয়ে যাবে।''
#দুর্গাপুর: রাজ্য রাজনীতিতে ক্রমশ গুরুত্বপূর্ণ হয়ে উঠছিল এই ডিসেম্বর মাস। বিরোধী দলনেতা শুভেন্দু প্রায় নিয়ম করে প্রতিটি সভায় ডিসেম্বরে বড় কিছু একটা হবে বলে দাবি করছিলেন। অন্যদিকে, গত ৩ ডিসেম্বর কাঁথিতে শুভেন্দু অধিকারীর বাড়ির সামনে প্রভাত কুমার কলেজ মাঠের সভায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখেও ছিল সেই ডিসেম্বর মাসের কথা। ডিসেম্বরে দলের দরজা খুলে দেওয়ার হুমকি দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যে কারণে ভাঙনের আশঙ্কা দেখা দিয়েছে বিজেপিতে। যদিও রবিবার সেই প্রসঙ্গ উড়িয়ে পাল্টা তৃণমূলকেই কটাক্ষ করলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ।
রবিবার দুর্গাপুরে প্রাতঃভ্রমণে বেড়িয়ে দিলীপ ঘোষ তৃণমূলের ছোট করে দরজা খোলা নিয়ে কটাক্ষ করে বলেন, ''স্বপ্ন দেখছে তৃণমূল, এই দল নিজেদের মধ্যে মারামারি করে শেষ হয়ে যাবে।'' বিজেপি নেতার সংযোজন, ''বাংলায় অপশাসন চলছে, সুশাসনের আশা করাটা বাতুলতা ছাড়া আর কিছু নয়।'' বিজেপির সুশাসন দিবসে দুর্গাপুরে প্রাতঃভ্রমণে বেড়িয়ে তৃণমূল সরকারকে এভাবেই আক্রমণ শানালেন দিলীপ ঘোষ।
advertisement
advertisement
প্রসঙ্গত, কাঁথির সভায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেছিলেন, ''এই যে বলছে ডিসেম্বর ধামাকা, সরকার পড়ে যাবে। জানেন, আমি যদি দরজা খুলে দিই তাহলে দলটা থাকবে না। খালি আপনাদের ভাবাবেগকে সম্মান দিয়ে রেখেছি। দুঃসময়ে তৃণমূল কংগ্রেসের কর্মীরা যেভাবে লড়াই করেছে, এই সরকারকে ক্ষমতায় এনেছে তাদের সম্মান দিয়ে আমি দরজা খুলছি না। যদি দরজা খুলি তাহলে এই বিজেপি দলটা থাকবে না। বলুন দরজা খুলব? আমার তো মাঝে মাঝে মনে হয় দরজাটা একটু খুলে দিই। আগামী সপ্তাহে খুলি? পাঁচ সেকেন্ডের জন্য! তারপর ফের বন্ধ করে দেব। আমি তো একটু ছোট্ট করে দরজাটা খুলতে চাই। কিন্তু অনেকে নিষেধ করছে। তবুও দরজাটা ছোট্ট করে খুলে দিই? যারা ভেতরে ঢুকবে, প্রায়শ্চিত্ত করবে। দলের জন্য কাজ করবে। তারা যাতে মাথার উপরে ছড়ি ঘোরাতে না পারে তার দায়িত্ব আমার।''
advertisement
বিজেপির তরফে এ নিয়ে পাল্টা কটাক্ষ করা হয়েছে আগেও। যদিও তৃণমূল নেতাদের দাবি, ডিসেম্বর না হলেও আগামী ২ জানুয়ারি, বড় কিছু ঘটতেই পারে। এখন দেখার তেমন কিছু হয় কিনা।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 25, 2022 10:31 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Dilip Ghosh: ডিসেম্বরে তৃণমূলের 'দরজা খোলা' নিয়ে পাল্টা দিলীপ ঘোষ, করলেন মারাত্মক দাবি!