TRENDING:

Digital Payment: ডিজিটাল পেমেন্টে প্রতারণার নতুন ফাঁদ...! ধরা..., পুরো গল্প না জানলে যখন তখন উধাও হয়ে যাবে লাখ লাখ টাকা

Last Updated:

Digital Payment Fraud: অনলাইন পেমেন্ট অ্যাপ ব্যবহার করেই ঘটল এমন কান্ড! সতর্ক না হলেই ব্যবসায়ীদের হতে পারে চরম ক্ষতি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
উওর ২৪ পরগনা: অনলাইন পেমেন্ট অ্যাপ ব্যবহার করেই ঘটল এমন কান্ড! সতর্ক না হলেই ব্যবসায়ীদের হতে পারে চরম ক্ষতি। হাবরার ঘটনায় সামনে এল চাঞ্চল্যকর তথ্য। নকল অনলাইন পেমেন্ট অ্যাপের ভুয়ো ট্রানজেকশন দেখিয়ে লক্ষাধিক টাকার গয়না নিয়ে প্রতারণার অভিযোগে বাগুইআটি থেকে হাবরা থানার পুলিশের হাতে গ্রেফতার এক ব্যক্তি। ধৃতের নাম অমিত মান্না (৫১)। অভিযুক্তকে বাগুইআটির বাড়ি থেকে আটক করা হয়।
ডিজিটাল পেমেন্টে জালিয়াতি
ডিজিটাল পেমেন্টে জালিয়াতি
advertisement

ঘটনার সূত্রপাত ১১ জুলাই, যখন উত্তর ২৪ পরগনার হাবড়ার একটি নামী সোনার দোকানে অনলাইনে প্রায় তিন লক্ষাধিক টাকার সোনার হার বুক করেন অমিত মান্না। দোকানের তরফে পাঠানো কিউআর কোড স্ক্যান করে সে একটি ভুয়ো ‘সাকসেসফুল পেমেন্ট’ স্ক্রিনশট তৈরি করে পাঠিয়ে দেয়। পেমেন্ট হয়েছে ভেবে দোকান কর্তৃপক্ষ গয়না পৌঁছে দেয় অমিতের ঠিকানায়।

advertisement

আরও পড়ুন: ১৬০০ কিমি দন্ডি কেটে কেদারনাথ…! শিব ভক্তের শপথ, লিটার লিটার দুধ, গঙ্গাজল ঢাললেন শম্ভুর মাথায়

কয়েকদিনের মাথায় ফের আট লক্ষ টাকার গয়নার অর্ডার দেন ওই ব্যক্তি। আবারও অনলাইন পেমেন্টের ভুয়ো স্ক্রিনশট পাঠানো হয় দোকানে। তবে এবার সাবধান হয়ে মালিকপক্ষ ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেক করতেই দেখা যায়, আগের লেনদেনের টাকাও অ্যাকাউন্টে আসেনি। বিষয়টি বুঝেই হাবড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তারা।

advertisement

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে হাবড়া থানার পুলিশ। মোবাইল নম্বর ও ঠিকানা ট্র্যাক করে বাগুইআটি থেকে অমিত মান্নাকে গ্রেফতার করা হয়। এদিন তাকে পুলিশ হেফাজতের আবেদন চেয়ে বারাসত আদালতে তোলা হয়। পুলিশের তরফে জানানো হয়েছে, ধৃতের কাছ থেকে হাবড়ার ওই দোকান থেকে প্রতারণা করে নেওয়া গয়না উদ্ধার করা হয়েছে। এছাড়াও আরও একটি গয়না উদ্ধার হয়েছে, যা অশোকনগরের একটি সোনার দোকান থেকে একই পদ্ধতিতে প্রতারণা করে নেওয়া হয়েছে বলে অভিযোগ।

advertisement

এদিন দুপুরে হাবড়া থানায় সাংবাদিক বৈঠক করেন বারাসাত পুলিশ জেলার অ্যাডিশনাল এসপি (হেডকোয়ার্টার) স্পর্শ নীলাঙ্গী। তিনি জানান, ধৃতের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। প্রযুক্তির অপব্যবহার করে যেভাবে প্রতারণা চালানো হয়েছে, তা যথেষ্টই চিন্তার বিষয়। ব্যবসায়ীদেরও এক্ষেত্রে সজাগ থাকার পরামর্শ দেন তিনি। অমিত ছাড়াও এই প্রতারণা চক্রের সঙ্গে আরও কেউ জড়িত কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।

advertisement

শুভ ঢালী ও রুদ্র নারায়ণ রায়

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Digital Payment: ডিজিটাল পেমেন্টে প্রতারণার নতুন ফাঁদ...! ধরা..., পুরো গল্প না জানলে যখন তখন উধাও হয়ে যাবে লাখ লাখ টাকা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল