Kedarnath Yatra: ১৬০০ কিমি দন্ডি কেটে কেদারনাথ...! শিব ভক্তের শপথ, লিটার লিটার দুধ, গঙ্গাজল ঢাললেন শম্ভুর মাথায়

Last Updated:
Kedarnath Yatra: কঠিন পথের যাত্রী, শিব ভক্ত শম্ভুকে দুধ গঙ্গা জলে স্নান করালেন সকলে, তাকে বলেই কেদার ধামে পাঠালেন বার্তা!
1/6
হাবরায় দুধ গঙ্গা জলে স্নান করানো হল শিব ভক্ত শম্ভু কে! দেবাদিদেবের কাছে সন্তান লাভের আশায় করা মনোবাসনা পূর্ণ হতেই, প্রায় ১৬০০ কিলোমিটার পথ দণ্ডি কেটে পাড়ি দিচ্ছেন জেলার শিবভক্ত শম্ভু কাহার
হাবরায় দুধ গঙ্গা জলে স্নান করানো হল শিব ভক্ত শম্ভুকে! দেবাদিদেবের কাছে সন্তান লাভের আশায় করা মনোবাসনা পূর্ণ হতেই, প্রায় ১৬০০ কিলোমিটার পথ দণ্ডি কেটে পাড়ি দিচ্ছেন জেলার শিবভক্ত শম্ভু কাহার।
advertisement
2/6
কেদারনাথ যাত্রার সেই কঠিন ব্রতের পথে এদিন তিনি এসে পৌঁছান হাবরায়। আর সেখানেই দেখা যায় এক আবেগঘন দৃশ্য- যেখানে স্থানীয় মানুষজন দুধ ও গঙ্গাজলে শম্ভু কাহার কে স্নান করিয়ে তাকে ‘ভক্তি স্নানে’ পূর্ণতা দিলেন
কেদারনাথ যাত্রার সেই কঠিন ব্রতের পথে এদিন তিনি এসে পৌঁছন হাবরায়। আর সেখানেই দেখা যায় এক আবেগঘন দৃশ্য- যেখানে স্থানীয় মানুষজন দুধ ও গঙ্গাজলে শম্ভু কাহারকে স্নান করিয়ে তাকে ‘ভক্তি স্নানে’ পূর্ণতা দিলেন।
advertisement
3/6
তার এই যাত্রা নিছকই কোন তীর্থভ্রমণ নয়, এটি তাঁর দীর্ঘদিনের এক মনস্কামনার বাস্তব রূপ। শম্ভুর এই অটুট শপথ - দণ্ডি কেটে পৌঁছবেন কেদারনাথে, শিবের চরণে রেখে আসবেন তাঁর আর্তি। যা দেখে আজ অনেকেই হচ্ছে না অবাক
তার এই যাত্রা নিছকই কোনও তীর্থভ্রমণ নয়, এটি তাঁর দীর্ঘদিনের এক মনস্কামনার বাস্তব রূপ। শম্ভুর এই অটুট শপথ - দণ্ডি কেটে পৌঁছবেন কেদারনাথে, শিবের চরণে রেখে আসবেন তাঁর আর্তি। যা দেখে আজ অনেকেই হচ্ছে না অবাক।
advertisement
4/6
হাবরায় তার আগমনের খবর পেয়েই ভক্তদের মধ্যে তৈরি হয় উন্মাদনা। অনেকে উপস্থিত হন দুধ ও গঙ্গাজল নিয়ে। প্রকাশ্য রাস্তায় কয়েক লিটার দুধ ঢেলে শম্ভুকে স্নান করান তাঁরা। কেউ কেউ আবার কেদারনাথ যেতে না পারার দুঃখ জানিয়ে নিজের মনের কথা শম্ভুর কাছে তুলে ধরেন, যেন সেই বার্তাগুলো দেবাদিদেবের কাছে পৌঁছায় সেই আশা নিয়ে
হাবরায় তার আগমনের খবর পেয়েই ভক্তদের মধ্যে তৈরি হয় উন্মাদনা। অনেকে উপস্থিত হন দুধ ও গঙ্গাজল নিয়ে। প্রকাশ্য রাস্তায় কয়েক লিটার দুধ ঢেলে শম্ভুকে স্নান করান তাঁরা। কেউ কেউ আবার কেদারনাথ যেতে না পারার দুঃখ জানিয়ে নিজের মনের কথা শম্ভুর কাছে তুলে ধরেন, যেন সেই বার্তাগুলো দেবাদিদেবের কাছে পৌঁছায় সেই আশা নিয়ে।
advertisement
5/6
আন্তরিক ভালবাসা ও ভক্তির প্রকাশ দেখে আবেগ তাড়িত শম্ভু নিজেও
আন্তরিক ভালবাসা ও ভক্তির প্রকাশ দেখে আবেগ তাড়িত শম্ভু নিজেও।
advertisement
6/6
শম্ভুর এই দণ্ডি যাত্রা যেন বিশ্বাস ও মানসিক শক্তি বজায় রেখে সংকল্প পূরণের চেতনাকেই তুলে ধরে। এখন শুধু অপেক্ষা, শিবের পবিত্র ভূমিতে পৌঁছে তার সেই ব্রত সম্পূর্ণ করার
শম্ভুর এই দণ্ডি যাত্রা যেন বিশ্বাস ও মানসিক শক্তি বজায় রেখে সংকল্প পূরণের চেতনাকেই তুলে ধরে। এখন শুধু অপেক্ষা, শিবের পবিত্র ভূমিতে পৌঁছে তার সেই ব্রত সম্পূর্ণ করার।
advertisement
advertisement
advertisement