এ প্রসঙ্গে বিদ্যালয়ের প্রধান শিক্ষক হীরণ শেখ জানান,”স্কুলের ছাত্র-ছাত্রীদের পঠন-পাঠনকে আরও ত্বরান্বিত করতে নদিয়া জেলার মধ্যে এই প্রথম পূর্ব মোল্লাপাড়া প্রাথমিক বিদ্যালয়ে ডিজিটাল লাইব্রেরি তৈরি করা হল। ডিজিটাল লাইব্রেরির মাধ্যমে এবার থেকে স্কুলের ছাত্র-ছাত্রীরা যে কেউ কিউ আর কোড এর সাহায্যে মোবাইল ফোনের মাধ্যমে পড়াশোনা করতে পারবে। এখানে একশোরও বেশি শিশু পাঠ্য গল্প, ছড়ার নানান বই ছাড়াও বিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে আজকের দিন পর্যন্ত যাবতীয় ডিজিটালাইজড তথ্য এবং নথি পাওয়া যাবে।”
advertisement
এছাড়াও বিদ্যালয়ের ডিজিটাল লাইব্রেরি বোর্ডে রাখা কিউআর কোডগুলো স্ক্যান করে যে কেউ পশ্চিমবঙ্গ সরকারের প্রাথমিক বিদ্যালয় শিক্ষা দফতরের প্রাক-প্রাথমিক থেকে শুরু করে পঞ্চম শ্রেণি পর্যন্ত মোট ২৬ টি বই এর পিডিএফ ভার্সন পেয়ে যাবেন এবং ডাউনলোড করতে পারবেন। তিনি বলেন,”একদিকে যেমন পাঠ্যবই থাকছে অন্যদিকে ছাত্র ছাত্রীদের পঠন দক্ষতা বাড়ানোর জন্য ‘ডিজিটাল লাইব্রেরি’-তে থাকছে শতাধিক শিশু উপযোগী গল্পের ও ছড়ার বইয়ের সম্ভার।”
আরও পড়ুনঃ বিশ্বের কোন ব্যাটারকে ভয় পান বুমরাহ? জবাবে তারকা পেসার যা বললেন
এছাড়াও তিনি জানান,”ছাত্র-ছাত্রীরা বাড়িতে অবসর সময়ে ‘গল্পের সম্ভারে’র কিউ আর কোড স্ক্যান করে ডাউনলোডের মাধ্যমে গল্পের বই পড়তে পারবে। এর সঙ্গে স্কুলের প্রতিষ্ঠা দিবসের পর থেকে স্কুল সংক্রান্ত সকল তথ্য হাতের মুঠোয় চলে আসার ফলে বিভিন্ন সময়ে বিদ্যালয়ের তরফ থেকে শংসাপত্র প্রধানের ক্ষেত্রেও অনেক সুবিধা হবে।” পঠন-পাঠনের ক্ষেত্রে আধুনিকীকরণ ও অভূতপূর্ব উন্নতির জন্য স্বাভাবিকভাবেই খুশি স্কুলের অভিভাবক সহ এলাকাবাসীরা।
Mainak Debnath