আরও পড়ুন: মহকুমা ঘোষণার পরই নতুন এসডিও পেল ধূপগুড়ি
এতদিন পর্যন্ত ডিজিটাল হাজিরা দেওয়ার বিষয়টি মূলত বিভিন্ন সরকারি-বেসরকারি অফিসেই দেখা যেত। তবে ধীরে ধীরে রাজ্যের বেশ কিছু সরকারি এবং বেসরকারি স্কুলেও চালু হচ্ছে পড়ুয়াদের জন্য ডিজিটাল অ্যাটেনডেন্স পরিষেবা। তবে নদিয়া জেলার মধ্যে সর্বপ্রথম মায়াপুরের এই প্রাথমিক স্কুলেই সেটি চালু হল। শুক্রবার এই ডিজিটাল পরিষেবার প্রথম উদ্বোধন করেন কৃষ্ণনগর সদর মহকুমাশাসক।
advertisement
স্কুল প্রাঙ্গণে ঢুকলেই দেখা যাবে একটি ইলেকট্রনিক্স বক্স লাগানো রয়েছে। পড়ুয়াদের প্রত্যেককেই দেওয়া হয়েছে একটি করে ডিজিটাল আইডেন্টিটি কার্ড, যার মধ্যে রয়েছে একটি চিপ। স্কুল প্রাঙ্গনে প্রবেশ করার সময় গেটের সামনের লাগানো একটি ডিভাইসে ছোঁয়াতে হচ্ছে। স্কুল থেকে বেরিয়ে আসার সময় পুনরায় একই কাজ করতে হচ্ছে। এদিকে অ্যাটেন্ডেন্স ডিভাইসে ডিজিটাল কার্ড ছোঁয়ালেই সঙ্গে সঙ্গে ওই পড়ুয়ার অভিভাবকের মোবাইলে পৌঁছে যাবে স্কুলে তার প্রবেশ এবং বাহিরের সম্পূর্ণ সময়সূচির তথ্য। আর এর ফলে অনেকটাই চিন্তামুক্ত হতে পারবে অভিভাবকেরা।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিরণ শেখ জানান, বর্তমানে স্কুলে ১৮৮ জন ছাত্রছাত্রী রয়েছে। তার সঙ্গে রয়েছেন ৬ জন শিক্ষক-শিক্ষিকা। ছাত্র-ছাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখেই আমরা এই পরিষেবা চালু করেছি। এতে যেমন ছাত্র-ছাত্রীদের হাজিরা নথিভুক্ত হবে ঠিক তেমনই ছাত্র-ছাত্রীদের বিদ্যালয়ে উপস্থিতির হারও বৃদ্ধি পাবে। যে সমস্ত ছাত্র-ছাত্রী বিদ্যালয়ে অনুপস্থিত থাকবে তাদের মোবাইলে পৌঁছে যাবে এসএমএস অ্যালার্ট।
মৈনাক দেবনাথ