TRENDING:

Digha: 'শরীরের উপর দিয়ে চলে গেল', দিঘার বিচে রক্তারক্তি কাণ্ড! হাসপাতালে নিয়ে যাওয়া হল মহিলাকে

Last Updated:

Digha: পরিবারের সঙ্গে ওই পর্যটক দিঘা বেড়াতে এসেছে। আর বেড়াতে এসেই বিপত্তি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দিঘা: দিঘায় সমুদ্র স্নানের সময় স্পিডবোটের আঘাতে গুরুতর আহত এক মহিলা পর্যটক। বাংলা নববর্ষ উপলক্ষে দিঘা সমুদ্র সৈকতে পর্যটকের কার্যত ঢল নেমেছে। শনি রবিবার থেকেই পর্যটকেরা দিঘায় এসেছে। সপ্তাহের প্রথম দিন সোমবারও দিঘা সমুদ্র সৈকতে পর্যটকের ভিড় চোখে পড়ার মতো। আর পর্যটকের ভিড়ে বিপত্তি ঘটল দিঘা সমুদ্র সৈকতে। সমুদ্র স্নানের সময় গুরুতর আহত হল এক মহিলা পর্যটক। পরিবারের সঙ্গে ওই পর্যটক দিঘা বেড়াতে এসেছে। আর বেড়াতে এসেই বিপত্তি।
advertisement

সৈকত নগরী দিঘায় বেড়াতে এসে স্পিডবোটের আঘাতে গুরুতর আহত হলেন এক পর্যটক মহিলা। ঘটনাটি ঘটেছে সোমবার সকালে নিউ দিঘায় ঘটনায় জানা যায়, গত রবিবার পরিবার নিয়ে দিঘায় বেড়াতে আসেন ইয়াসমিন খাতুন বয়স ৩২ বছর। বাড়ি খাস খামার বাউরিয়া তাজমহল লাইব্রেরি জেলা হাওড়া এলাকার বাসিন্দা। এদিন নিউ দিঘায় স্নান করার সময় তার উপর দিয়ে স্পিডবোট চলে যায়। গুরুতর আহত অবস্থায় নুলিয়ারা তাকে উদ্ধার করে দিঘা স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করেছে। বর্তমানে সেখানে তিনি চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। এই ঘটনায় ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে সৈকত নগরী দিঘায়।

advertisement

আরও পড়ুন: রবির পর সোম, অভিষেকের কপ্টার নিয়ে শোরগোল! এবার পরিদর্শনে কমিশনের আধিকারিক

বেড়াতে যাওয়ার জন্য বাঙালির কাছে শীত-গ্রীষ্ম-বর্ষা, দিঘা বড় ভরসা। দিঘায় গ্রীষ্মের ছুটিতে নতুন আকর্ষণ ওয়াটার রাইডিং। দিঘায় গিয়ে বিভিন্ন ধরনের অ্যাডভেঞ্চার স্পোর্টসে মন দেন অনেকেই। এই গ্রীষ্মে ওয়াটার রাইডিং করতে ভিড় জমাচ্ছেন পর্যটকরা। বর্তমান সময় সময় দিঘার ‘ওয়াটার রাইড’- বাঙালি পর্যকদের কাছে এক অভিনব অ্যাডভেঞ্চার। স্পিড বোট, প্যারাসুট, প্যাডেল বোর্টিং সহ আরও বেশ কিছু রাইড রয়েছে। এর মধ্যে স্পিডবোট বেশ জনপ্রিয়। আর সেই ওয়াটার রাইডের করতে গিয়েই হল বিপত্তি। স্পিড বোটের ধাক্কায় গুরুতর আহত এক মহিলা।

advertisement

View More

অপ্রত্যাশিতভাবে এদিনের ঘটনায় চাঞ্চল্য ছড়ায় সৈকত এলাকায়। প্রতিদিন শয়ে শয়ে পর্যটকরা এই ধরনের ওয়াটার রাইডে আনন্দ করেন। প্রতিটি পর্যটন কেন্দ্রেই ওয়াটার রাইড থাকলে প্রশাসনের তরফে বিশেষ নজরদারি চালানো হয়। যাবতীয় নিয়ম মানা হচ্ছে কিনা বা পর্যটকদের সুরক্ষায় কোনও খামতি থাকছে কিনা, সেই দিকে দেওয়া হয় বিশেষ নজর। প্রসঙ্গত দিঘায় ওয়াটার রাইট সম্পর্কে বিভিন্ন অভিযোগ ওঠায় প্রশাসন করা নজরদারি চালাচ্ছে তারপরও এদিন এই ঘটনা ঘটলো। এদিনের এই ঘটনা নিরাপত্তা নিয়ে প্রশ্নচিহ্ন ছুঁড়ে দিল।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

—- সৈকত শী

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Digha: 'শরীরের উপর দিয়ে চলে গেল', দিঘার বিচে রক্তারক্তি কাণ্ড! হাসপাতালে নিয়ে যাওয়া হল মহিলাকে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল