Death: বাড়িতে পড়ে ৩ মৃতদেহ, মিলল চাঞ্চল্যকর চিঠি! বরানগরে উঠে এল বাড়ির বউয়ের নাম

Last Updated:

Death: বরানগর পৌরসভার ১ নম্বর ওয়ার্ড নিরঞ্জন সেন নগরে বাড়িতে ৩ জন পুরুষের মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর চিঠি নিউজ ১৮ বাংলার হাতে।

কী ঘটল এই বাড়িতে?
কী ঘটল এই বাড়িতে?
সুবীর দে,বরানগর: বরানগরে ৩ জন খুনের ঘটনায় চাঞ্চল্যকর চিঠি নিউজ ১৮ বাংলার হাতে। চিঠিতে ৩ জনকে খুনের বয়ান লেখা, ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য আটক ২।
বরানগর পৌরসভার ১ নম্বর ওয়ার্ড নিরঞ্জন সেন নগরে বাড়িতে ৩ জন পুরুষের মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর চিঠি নিউজ ১৮ বাংলার হাতে। চিঠিতে লেখা হালদার বাড়িতে ৩ টে খুন করে ফেলে রেখেছে।
চিঠিতে মৃত অভিজিৎ হালদারের স্ত্রী মুনমুন হালদার এই খুনের সঙ্গে জড়িত সেটা বয়ানে উল্লেখ রয়েছে। পাশাপাশি বাড়ির নীচ তলার ভাড়াটে এই ঘটনায় সব জানে। এমনটাও চিঠিতে উল্লেখ রয়েছে। এই ঘটনায় বাড়ির দুই ভাড়াটেকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে বরানগর থানার পুলিশ।
advertisement
advertisement
রবিবার ওই বাড়ি থেকে তিন প্রজন্ম অর্থাৎ দাদু, ছেলে এবং নাতির মৃতদেহ উদ্ধার হয়েছে। জানা গিয়েছে, অভিজিতের স্ত্রী মুনমুন এক বছর আগে বাড়ি ছেড়ে চলে যান। অন্য এক জনের সঙ্গে সম্পর্কের জেরেই নাকি এই পদক্ষেপ করেন তিনি। নাতি দেবপর্ণের নার্ভের সমস্যা। দীর্ঘ দিন ধরেই অবসাদে ভুগছিল সে। অভিজিতের একটি হার্ডওয়্যারের দোকান ছিল। শংকর বাবু বরানগর পুরসভায় কাজ করতেন। দেবপর্ণ দশম শ্রেণির ছাত্র।
advertisement
বাড়ির দরজা খুলে মেঝেতে তিনটি মৃতদেহ পড়তে থাকতে দেখা যায়। স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবার শেষ বারের মতো দেখা গিয়েছিল সেই পরিবারের সদস্যের। পচা গন্ধ পেয়ে সন্দেহের উদ্রেক হয়। তার পরেই পাড়ার লোক পুলিশকে খবর দেয়। আপাতত বিষয়টি নিয়ে তদন্ত চলছে।
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Death: বাড়িতে পড়ে ৩ মৃতদেহ, মিলল চাঞ্চল্যকর চিঠি! বরানগরে উঠে এল বাড়ির বউয়ের নাম
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement