Abhishek Banerjee Helicopter: রবির পর সোম, অভিষেকের কপ্টার নিয়ে শোরগোল! এবার পরিদর্শনে কমিশনের আধিকারিক

Last Updated:

Abhishek Banerjee Helicopter: সোমবার দুপুরে বেহালা ফ্লাইং ক্লাবে ওই হেলিকপ্টারে তন্ন তন্ন করে তল্লাশি চালানো হয়।

অভিষেকের হেলিকপ্টার ঘিরে শোরগোল
অভিষেকের হেলিকপ্টার ঘিরে শোরগোল
কলকাতা: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টারে আয়কর হানার অভিযোগে ভোটের আগেই তোলপাড় বাংলা৷ আয়কর হানার কথা নিজেই সোশ্যাল মিডিয়ায় ট্যুইট করে জানিয়েছিলেন তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড৷ তৃণমূল সূত্রের খবর, বেহালা ফ্লাইং ক্লাবে ন্যাশনাল জেনারেল সেক্রেটারির কপ্টার, যাতে করে আগামী সোমবার হলদিয়া যাওয়ার কথা অভিষেকের, সেই কপ্টারে তল্লাশি চালিয়েছিল আয়কর দফতরের আধিকারিকদের একটি দল৷ আর সোমবার ভোটপ্রচারে হলদিয়ায় যাওয়ার আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টার পরিদর্শনে গেলেন খোদ নির্বাচন কমিশনের ফ্লাইং স্কোয়াডের তিন সদস্য।
সোমবার দুপুরে বেহালা ফ্লাইং ক্লাবে ওই হেলিকপ্টারে তন্ন তন্ন করে তল্লাশি চালানো হয়। একটি গাড়িতে চেপে কমিশনের তিন প্রতিনিধি সেখানে আসেন। তাঁরা জানান, তাঁদের সেখানে যেতে বলা হয়েছিল। যদিও নির্বাচন কমিশন থেকে জানানো হয়েছে, এই তল্লাশির কাজ শুধু অভিষেক নয়, নির্বাচনের সময় সব নেতানেত্রীদের ক্ষেত্রেই হচ্ছে।
advertisement
advertisement
রবিবারই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে অভিষেক লিখেছিলেন, ‘এনআইএ-র ডিজি এবং এসপিকে সরানোর বদলে নির্বাচন কমিশন এবং বিজেপি আজ তাদের ধামাধারী আয়কর দফতরের আধিকারিকদের পাঠিয়েছিল আমার হেলিকপ্টারে তল্লাশি চালাতে। যদিও তাতে কোনও লাভ হয়নি। কারণ কিছুই পাওয়া যায়নি’।
তৃণমূল সূত্রের খবর, আয়কর দফতরের আধিকারিকেরা ওই কপ্টারে তল্লাশি অভিযান চালানোর সময় অভিষেকের নিরাপত্তারক্ষীদের ভিতরে ঢুকতে বাধা দেওয়া হয়। ওই কপ্টারের প্রতিটা কোণায় তল্লাশি চালান আয়কর আধিকারিকেরা৷ প্রত্যেকটা ব্যাগেও তল্লাশি চালানো হয়৷ কিন্তু, তল্লাশি করে কিছু পাওয়া যায়নি বলেই জানিয়েছেন অভিষেক৷ এখানেই শেষ নয়, এরপর দীর্ঘক্ষণ সেই কপ্টারের পরীক্ষামূলক উড়ান আটকে রাখা হয় বলেও অভিযোগ৷
advertisement
এমনকি, যখন এই গোটা বিষয়টির কার্যকারণ সম্পর্কে আয়কর আধিকারিকদের কাছে জানতে চান অভিষেকের নিরাপত্তা কর্মীরা, তখন দু’পক্ষের বচসা বাঁধে৷ বচসা চলাকালীন অভিষেকের কপ্টারটিকে বেআইনি ভাবে আটকে রাখার হুমকিও নাকি দেন আয়কর দফতরের আধিকারিকেরা।
— মৈত্রেয়ী ভট্টাচার্য
view comments
বাংলা খবর/ খবর/নির্বাচন/
Abhishek Banerjee Helicopter: রবির পর সোম, অভিষেকের কপ্টার নিয়ে শোরগোল! এবার পরিদর্শনে কমিশনের আধিকারিক
Next Article
advertisement
পথশ্রী প্রকল্পে রাস্তার গুণমান নিয়ে কড়া নির্দেশ মুখ্য সচিবের, জেলাশাসকদের সতর্ক করল নবান্ন
পথশ্রী প্রকল্পে রাস্তার গুণমান নিয়ে কড়া নির্দেশ মুখ্য সচিবের, জেলাশাসকদের সতর্কতা
  • মুখ্য সচিব পথশ্রী প্রকল্পের অধীনে গ্রামীণ রাস্তার গুণমান বজায় রাখতে কড়া নির্দেশ দিয়েছেন.

  • ৯০০০ কিমি নতুন গ্রামীণ রাস্তা নির্মাণে বিশেষ নজর দেবে রাজ্য প্রশাসন.

  • জেলা ও রাজ্য স্তর থেকে বিশেষ টিম রাস্তাগুলির মান যাচাই করবে বলে নির্দেশ জারি হয়েছে.

VIEW MORE
advertisement
advertisement