দিঘার কাছে এই ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রটি উদ্বোধন করেছিলেন তৎকালীন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ বিধান চন্দ্র রায়। স্বাস্থ্য কেন্দ্রটি বিধানচন্দ্র রায়ের মায়ের নাম অনুসারে রাখা হয়েছিল। আর সেই স্বাস্থ্য কেন্দ্রে হঠাৎই আগুনে ভস্মীভূত হল চিকিৎসার সরঞ্জাম ও ওষুধপত্র। ঘটনাস্থলে আসে দুটি দমকলের ইঞ্জিন। প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
আরও পড়ুনঃ বাড়িতেই বানিয়ে নিন গরমের উপযোগী কাঁচা আমের টক-ঝাল-মিষ্টি মশলা জেলি, রইল একেবারে সহজ রেসিপি
advertisement
দমকল সূত্রে জানা গিয়েছে, ইলেকট্রিকের শর্ট সার্কিটের ফলেই এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রসঙ্গত, এই গরমে রাজ্যজুড়ে বহু জায়গায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া তমলুক এরপর এবার অগ্নিকাণ্ডের ঘটনা সাক্ষী থাকলদিঘা। আগুনে পুড়ে ভষ্মীভূত স্বাস্থ্য কেন্দ্র। স্বাস্থ্য পরিষেবা ব্যাহত হয়েছে।
প্রায় ৮ লক্ষ টাকার ওষুধ, স্বাস্থ্য পরিষেবার সামগ্রী পুড়ে ছাই হয়েছে বলে সূত্রের খবর। সমস্ত কিছু বিধ্বংসী আগুনে পুড়ে ভস্মীভূত হয়ে যাওয়ায় স্বাস্থ্য পরিষেবা সাময়িক ব্যাহত হচ্ছে। দ্রুততার সঙ্গে যাতে ফের পরিষেবা চালু করা যায়, সেই ব্যবস্থা করছে রামনগর ১ ব্লক প্রশাসন।
সৈকত শী