TRENDING:

Digha Tour News: এই শীতে আরও সুন্দরী দিঘা, পুলিশ নিচ্ছে বাড়তি দায়িত্ব, দিঘার লেটেস্ট আপডেট

Last Updated:

Digha Tour News: সামনেই বড়দিনের ছুটি। দিঘায় বহু পর্যটকের সমাগম ঘটবে বলে মনে করছে প্রশাসন। বড়দিনের ছুটিতে বা শীত মরশুমে দিঘায় আসা পর্যটকদের সুবিধার্থে বিশেষ উদ্যোগ নিল প্রশাসন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দিঘা: ছুটির দিন মানেই ব্যাগ কাঁধে সবাই মিলে কাছেপিঠে কোথাও বেরিয়ে পড়া। বন্ধু-বান্ধব,পরিবার নিয়ে হই হুল্লোড়, পিকনিক পিকনিক ভাব আর সঙ্গে জম্পেসখাওয়া দাওয়া। শীতের হিমেল হাওয়া গায়ে মেখে রিল্যাক্সিং একটা উইকএন্ডকাটাতে ভালবাসে না এমন বাঙালি খুঁজে পাওয়া মুশকিল। আর বাঙালির সবচেয়ে পছন্দের জায়গা হল দিঘা। শীত জাঁকিয়ে পড়তে দিঘায় উইকেন্ডে পর্যটকের সংখ্যা বাড়ছে।
advertisement

আবার সামনেই বড়দিনের ছুটি। দিঘায় বহু পর্যটকের সমাগম ঘটবে বলে মনে করছে প্রশাসন। বড়দিনের ছুটিতে বা শীত মরশুমে দিঘায় আসা পর্যটকদের সুবিধার্থে বিশেষ উদ্যোগ নিল প্রশাসন।

আরও পড়ুন – IPL 2024 Auction: কোন কোন বোলার হলেন নিষিদ্ধ, নাটক চরমে, বাদ উঠতি তারকার নাম, প্রাক্তন KKR-র নাম গেল কাটা

advertisement

প্রশাসনের উদ্যোগে দিঘা সৈকত সরণিতে চলেছে অবৈধ হকার উচ্ছেদ। ২৫ ডিসেম্বর এর আগেই পর্যটন শহর দিঘায় হতে চলেছে অবৈধ হকার উচ্ছেদ। দিঘা শংকরপুর উন্নয়ন পরিষদের অফিসে বিভিন্ন আধিকারিক ,হোটেল অ্যাসোসিয়েশন, হকার এসোসিয়েশন, প্রভৃতি সংগঠনের সঙ্গে বৈঠকে এমনই সিদ্ধান্ত হয়েছে বলে।

View More

আরও পড়ুন – Gandharaj Luchi: কচুরি বা লুচি নয়, এই শীতে বাড়িতে বানিয়ে নিন গন্ধরাজ লুচি, রেসিপি দেখে নিন ফটাফট

advertisement

পর্যটন শহর এলাকায় দিন দিন বেড়ে চলেছে হকারের সংখ্যা। সৈকত সরণিতে অবৈধ হকারদের দাপটে পর্যটকদের চলাফেরা কার্যত দায় হয়ে উঠেছে। কিন্তু প্রতিনিয়ত লক্ষ্য করা যাচ্ছে সি বিচ ও দিঘার যত্রতত্র অবৈধভাবে গজিয়ে উঠছে অবৈধ দোকান। যার ফলে সমস্যায় পড়তে হয় পর্যটক থেকে আরম্ভ করে সাধারণ মানুষের। এই নিয়ে দিঘা আসা পর্যটকদের অভিযোগ বিস্তর।

advertisement

সামনেই ২৫ ডিসেম্বর, শীত মরশুমে ইতিমধ্যেই পর্যটকের ঢল নামতে শুরু করেছে দিঘা সহ বিভিন্ন সমুদ্র সৈকত পর্যটন কেন্দ্রগুলিতে। তাই দিঘা সৈকত সরণিতে হকারের সংখ্যা কমাতে বিশেষ উদ্যোগ নেওয়া হল। যে সমস্ত দোকানদাররা উন্নয়ন পর্ষদের কাছ থেকে দোকানের স্লিপ আগে পেয়েছেন অথচ দোকান পাননি এরকম পাঁচ’শ জন দোকানদারকে চিহ্নিত করা হয়েছে। তাদের দিঘা শংকরপুর উন্নয়নের পর্ষদের পক্ষ থেকে একটি আই কার্ড দেওয়া হবে। কেবলমাত্র তারাই দিঘা শংকরপুর উন্নয়ন পর্ষদের নির্দিষ্ট জায়গায় ব্যবসা করতে পারবেন বলে জানা যায় দিঘা শংকরপুর উন্নয়ন পর্ষদ সূত্রে।

advertisement

দিঘা শংকরপুর উন্নয়ন পর্ষদে সূত্রে আরও জানা যায় আই কার্ড পাওয়া প্রত্যেক দোকানদারকে প্রতিনিয়ত আইকার্ড পরে ব্যবসা করতে হবে। কিন্তু যাদের কাছে আই কার্ড থাকবে না তাদের দোকানটি অবৈধ বলে বিবেচিত হবে এবং সেই সমস্ত দোকানদারকে আর যত্রতত্র দোকান পেতে বসতে দেওয়া হবে না বলে জানা যায়।

প্রসঙ্গত প্রতিটি পর্যটন মরশুমে দিঘায় পর্যটকের ভিড় উত্তরোত্তর বাড়ছে। দিঘায় পর্যটকের সংখ্যা যেমন বাড়ছে তেমনইবাড়ছে অবৈধ বিভিন্ন দোকানের সংখ্যা। সব মিলিয়ে ছুটির দিনগুলিতে দিঘা সমুদ্র সৈকত সরণিতে হেঁটে চলা দায় হয়ে ওঠে। তাই এবার পর্যটকদের সুবিধার্থে বিশেষ উদ্যোগ নিল প্রশাসন।

সেরা ভিডিও

আরও দেখুন
১৭ রাজ্য পাড়ি দিয়ে শান্তির বার্তা — স্কুটিতে একা অভিযানে বর্ধমানের শিক্ষিকা
আরও দেখুন

Saikat Shee

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Digha Tour News: এই শীতে আরও সুন্দরী দিঘা, পুলিশ নিচ্ছে বাড়তি দায়িত্ব, দিঘার লেটেস্ট আপডেট
Open in App
হোম
খবর
ফটো
লোকাল