জানা গিয়েছে, রাজেশ হালদার ও পিয়ালী দাস এদিন দিঘার সমুদ্র স্নান করতে নেমে তলিয়ে যায়। তাদের বয়স যথাক্রমে ১২ ও ১৩ বছর। তাদের দুজনের বাড়ি বাঁকুড়ায় বলে জানা গিয়েছে। তারা বাবা মায়ের সঙ্গে দিঘায় ঘুরতে এসছিল। এদিন ভোরবেলায় বাবা-মা যখন হোটেলে ছিলেন, তখন সবার অলক্ষ্যে হোটেল থেকে বেরিয়ে দিঘা সমুদ্রে স্নান করতে নেমে পড়েছিল তারা। কিন্তু তখন চলছিল জোয়ার। তাতেই বিপত্তি।
advertisement
আরও পড়ুন : আসানসোলের শিক্ষক পেলেন বিশ্বের সেরা শিক্ষকের সম্মান! কারণ জানলে বাঙালি হিসাবে গর্বে বুক ফুলবে
জানা গিয়েছে, তখন ওই দুজন তলিয়ে যাচ্ছিল, তখনই নুলিয়াদের নজরে আসে বিষয়টি। তারা তড়িঘড়ি ওই দুজনকে উদ্ধার করেন। জোয়ারের থাকার ফলে তলিয়ে যাওয়া দুজন আঘাপ্রাপ্ত হয়। তাদের আহত অবস্থায় উদ্ধার করা হয়। তারপরেই দুজনকে উদ্ধার করে দিঘা হাসপাতালে পাঠানো হয়েছে।
আরও পড়ুন : সমুদ্রে বাড়বে ঝাঁকে ঝাঁকে, বাজারে আসবে টন টন! ইলিশ নিয়ে বিরাট নির্দেশ, মৎস্যজীবীরা মানছেন কতটা
অন্যদিকে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় সাময়িক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। তলিয়ে যাওয়া দুজনের পরিবারের সদস্যরা এই ঘটনায় রীতিমত চিন্তিত। স্থানীয়রা বলছেন, ঘুরতে এসে অনেকেই না বুঝে সমুদ্রে নেমে পড়েন। বিপদ হয় নিজেদের অসাধানতার জন্য। নুলিয়াদের নজরে না পড়লে এদিন বড় বিপদ হতে পারত। তাই ছোটদের নিয়ে যাঁরা ঘুরতে এসেছেন, তাদের এই বিষয়ে সতর্ক করা হয়েছে।