Ilish: সমুদ্রে বাড়বে ঝাঁকে ঝাঁকে, বাজারে আসবে টন টন! ইলিশ নিয়ে বিরাট নির্দেশ, মৎস্যজীবীরা মানছেন কতটা

Last Updated:

মাছে ভাতে বাঙালিদের কাছে ইলিশ হল রুপোলি ফসল। ইলিশের নাম শুনলেই রীতিমতো জিভে জল আসে আম বাঙালির।

ইলিশ
ইলিশ
কাকদ্বীপ, দক্ষিণ ২৪ পরগনা, বিশ্বজিৎ হালদার: মাছে ভাতে বাঙালিদের কাছে ইলিশ হল রুপোলি ফসল। ইলিশের নাম শুনলেই রীতিমতো জিভে জল আসে আম বাঙালির। তবে চাহিদা অনুযায়ী ইলিশের যোগান না থাকার কারণে দাম হয় নাগালের বাইরে। এছাড়াও দিন দিন সমুদ্র থেকে শুরু করে বিভিন্ন নদ-নদীতে কমছে ইলিশের সংখ্যা।
এমন পরিস্থিতিতে ইলিশ বাঁচিয়ে সমুদ্রে ঝাঁকে ঝাঁকে ইলিশের বংশবিস্তারের জন্য ১১ দিন মাছ ধরার উপর নিষেধাজ্ঞা জারি করে প্রশাসন। ২ অক্টোবর থেকে ১২ অক্টোবর পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে মাছ ধরার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়। প্রশাসনের এমন নিষেধাজ্ঞার কারণ হিসেবে জানা যায়, মা ইলিশদের বাঁচানোর জন্যই এমন পদক্ষেপ নেওয়া হয়েছে। কারণ সমুদ্রে এখন ইলিশের ডিম পাড়ার সময়। মা ইলিশদের যাতে কোনও সমস্যা না হয় তার জন্যই এমন সিদ্ধান্ত প্রশাসনের।
advertisement
advertisement
অক্টোবর মাসের পূর্ণিমার পাঁচ দিন আগে এবং পাঁচ দিন পরের দিনগুলিকে ইলিশ মাছের ডিম পারার উপযুক্ত সময় হিসাবে মনে করা হয়। আর সেই মতো ভারতে ১১ দিন ও বাংলাদেশে ২২ দিন সমুদ্রে মাছ ধরার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়ে থাকে। তবে প্রশাসনিকভাবে ইলিশ বাঁচানোর জন্য এমন কড়া পদক্ষেপের ঘোষণা করা হলেও মৎস্যজীবীদের কিন্তু সেই নিয়ম মানতে দেখা যাচ্ছে না। প্রশাসনের নিষেধাজ্ঞাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে সমুদ্রে চলছে দেদার মাছ ধরা। ট্রলার থেকে ট্রলি কেউই মাছ ধরা থেকে বাদ দিচ্ছে না।
advertisement
প্রশাসনের তরফে জারি করা ব্যান পিরিয়ডেও এখন দেখা যাচ্ছে সমুদ্র থেকে কোনও কোনও ট্রলারকে মাছ ধরে ফিরতে, আবার কোনও কোনও ট্রলারকে দেখা যাচ্ছে বরফ ও তেল ভরে গভীর সমুদ্রে পাড়ি দিতে। এক্ষেত্রে মৎস্যজীবীদের বড় অংশ জানিয়েছেন, অন্য দেশে এই নিয়ম কঠোরভাবে পালন করা হলেও ভারতে প্রশাসনিক নজরদারির অভাবে নিয়ম পালন করা হয় না।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Ilish: সমুদ্রে বাড়বে ঝাঁকে ঝাঁকে, বাজারে আসবে টন টন! ইলিশ নিয়ে বিরাট নির্দেশ, মৎস্যজীবীরা মানছেন কতটা
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরবঙ্গের ৩ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা ! দক্ষিণেও বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস
উত্তরবঙ্গের ৩ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা ! দক্ষিণেও বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস
  • উত্তরবঙ্গের ৩ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা !

  • দক্ষিণেও বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement