TRENDING:

Digha: দিঘায় এবার বিরাট চমক! পর্যটকদের জন্য দারুণ সুখবর! মন ভরে যাবে! জানুন

Last Updated:

Digha: বাঙালির সেরা পছন্দ দিঘা! আর সেই দিঘাতেই এবার পর্যটকদের জন্য থাকছে নতুন চমক! জানুন

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দিঘা: রবীন্দ্রনাথ ঠাকুর ও যামিনী রায়ের পর এবার দিঘায় এলেন সত্যজিৎ রায়। সত্যজিৎ রায়ের সিনেমা ও চিত্রকলা দিয়ে পর্যটকদের মনোরঞ্জনের জন্য ফুটিয়ে তোলা হচ্ছে পার্ক। দেখতে দেখতে ক্যালেন্ডারের পাতায় ডিসেম্বর মাস। নতুন বছরে দিঘার পর্যটকদের এক অভিনব উপহার তুলে দিতে চলেছে দিঘা শংকরপুর উন্নয়ন পর্ষদ। প্রমোদতরীর পর এবার দিঘার পর্যটকদের জন্য গড়ে তোলা হচ্ছে  “সত্যজিৎ রায় পার্ক।” ইতিমধ্যে ওল্ড দিঘার বিশ্ববাংলা – ২ পার্কের কাছে। সেজে উঠছে “সত্যজিৎ রায় পার্ক”।
advertisement

সরকারি উদ্যোগে একের পর এক প্রকল্পের বাস্তবায়নে দিঘা হয়ে উঠেছে অন্যতম টুরিস্ট স্পষ্ট। সমুদ্রের পাশাপাশি পার্ক, কফি হাউস বিশ্ববাংলা উদ্যান ও মেরিন ড্রাইভ সহ একগুচ্ছ প্রকল্প যা পর্যটকদের ইতিমধ্যে মনে ধরেছে। এবার সেই দিঘায় পর্যটকদের মনোরঞ্জন করতে হাজির ‘হীরক রাজার দেশে’ এর বিখ্যাত চরিত্ররা।মেরিন ড্রাইভ জগন্নাথ মন্দির সব মিলিয়ে দিঘার ব্র্যান্ড ভ্যালু বেড়েছে। বর্তমানে দিঘা পর্যটন কেন্দ্রের ব্র্যান্ড ভ্যালু আন্তর্জাতিক মানের হয়ে উঠেছে। দিঘায় আগের থেকে বেড়েছে পর্যটকের সংখ্যা। ইয়াস পরবর্তী সময়ে দিঘার রূপ একেবারেই বদলে গিয়েছে, যা পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু। এবার সত্যজিৎ রায়ের সৃষ্টি গুপী গাইন বাঘা বাইন সহ সত্যজিৎ রায়ের চিত্রকলা দিঘায় বিশ্ববাংলা পার্কের রূপসজ্জায় শোভা পাবে।

advertisement

আরও পড়ুন: জ্বর-সর্দি-কাশি, গলা ব্যথা, গা-হাত-পায়ের ব্যথা কমাবে এক টুকরো আদা! জানুন কীভাবে খাবেন

দিঘা শংকরপুর উন্নয়ন পর্ষদের এক্সিকিউটিভ অফিসার সৈকত হাজরা জানান, পর্যটকদের কথা ভেবে দিঘা শংকরপুর উন্নয়ন পর্ষদ এলাকায় উন্নয়ন পরিষেবা তুলে ধারার চেষ্টা করা হচ্ছে। সত্যজিৎ রায়ের তৈরি করা বিভিন্ন ছবির কিছু চিত্র তুলে ধরার ব্যবস্থা করা হচ্ছে। আগামী নতুন বছরে তা পর্যটকদের জন্য খুলে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। ইতিমধ্যে ঝাঁ চকচকে রাস্তা, সাউন্ড সিসটেম, ডিজিটাল পরিষেবার পাশাপাশি, পুরীর আদলে জগন্নাথ ধাম মন্দির নির্মাণ করা হচ্ছে। সব মিলিয়ে বলা যেতে পারে নতুন বছর থেকে দিঘার রূপ একেবারেই বদলে যাবে যা পর্যটকদের আরও বেশি আকর্ষিত করবে।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
জয়গাঁ হয়ে ভুটান যাওয়া এখন আর‌ও সহজ, সময় লাগবে একেবারে অর্ধেক! আসল 'সিক্রেট' জানুন
আরও দেখুন

সৈকত শী

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Digha: দিঘায় এবার বিরাট চমক! পর্যটকদের জন্য দারুণ সুখবর! মন ভরে যাবে! জানুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল