বাঙালি পর্যটকের কাছে দিঘা, গোয়া। শীতের হালকা রোদে দিঘায় একটা রিলাক্সিং উইকেন্ড বা ছুটি কাটাতে চায় না এমন বাঙালি পর্যটক খুঁজে পাওয়া মুশকিল। ইতিমধ্যেই শীতকালীন পর্যটন মরশুমে দিঘায় বিশেষ ব্যবস্থা করেছে প্রশাসন। ২৫ ডিসেম্বরের ছুটিকে মাথায় রেখে একাধিক পরিকল্পনা গ্রহণ করা হয়েছে দিঘা শংকরপুর উন্নয়ন পর্ষদের পক্ষ থেকে। কিন্তু ২৫ ডিসেম্বরের আগে দিঘায় উপচে পড়া পর্যটকের ভিড় দিঘায় পর্যটকদের নিরাপত্তা নিয়ে কার্যত নতুন করে ভাবিয়ে তুলেছে প্রশাসনকে।
advertisement
“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন”
বর্তমানে বঙ্গোপসাগরের উপকূলে দিঘা শুধু প্রাকৃতিক সৌন্দর্যের কারণে না, এর পাশাপাশি সরকারের একাধিক উন্নয়নমূলক কর্মযজ্ঞে বিনোদনের পসরা সাজিয়ে পর্যটকদের আকর্ষিত করছে। বর্তমানে দিঘার ব্র্যান্ড ভ্যালু আন্তর্জাতিক মানের। বছরের পর বছর দিঘায় পর্যটকের সংখ্যা বাড়ছে।দিঘা শংকরপুর উন্নয়ন পর্ষদের আধিকারিক জানান, ‘শীতের সময় দিঘায় বাড়তি ভিড় হয়। এবার ২৫ ডিসেম্বর এর আগেই স্কুলে স্কুলে বার্ষিক পরীক্ষার পর ছুটি পড়ে যাওয়ায় উপচে পড়ছে দিঘায় পর্যটক। দিঘায় পর্যটকদের নিরাপত্তা দিতে একাধিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। সমুদ্রের জলে নিরাপত্তার জন্য স্পিডবোট থাকছে। সিসিটিভি ক্যামেরার সাহায্যে নজরদারি চলছে।’
আরও পড়ুন: টোটো বা ই রিক্সা আছে? দীর্ঘদিন টোটোকে নতুন রাখতে হলে, এই তিন ভুল ভুলেও করবেন না!
শীতকাল দোরগোড়ায়। শীতকাল মানেই পর্যটনের মরশুম। পর্যটক মৌসুমে বাঙালি পর্যটক এর মন ঘরে বসে না। উইকেন্ড বা শীতের সময় ছুটির দিনগুলি কাছে পিঠে বেড়াতে ভালবাসে বাঙালি। বিশেষ করে শীতের সময় উইকেন্ড গুলিতে গুলিতে পিকনিকের জন্য মন কেমন করে আপামর বাঙালির। শীতের উইকেন্ড- এ বা ছুটির দিনগুলিতে বাঙালির প্রথম পছন্দের জায়গা দিঘা। শীতের সময় পিকনিকের জন্য তিল ধারনের স্থান থাকে না দিঘায়। কিন্তু এবার ২৫ ডিসেম্বরের আগেই সপ্তাহের মাঝামাঝিতে দিঘার ভিড় প্রশাসনকে নতুন করে নিরাপত্তা প্রসঙ্গে ভাবিয়ে তুলেছে।
সৈকত শী