Toto: টোটো বা ই রিক্সা আছে? দীর্ঘদিন টোটোকে নতুন রাখতে হলে, এই তিন ভুল ভুলেও করবেন না!

Last Updated:

Toto: টোটো বা ই - রিক্সা সঠিক নিয়মে পরিচর্যা করলেই বহুদিন খারাপ হবে না! থাকবে একেবারে নতুনের মতো

+
এই

এই সহজ কয়েকটা নিয়ম জেনে সঠিক ভাবে টোটো বা ই রিক্সা পরিচর্যা করুন

হাওড়া: টোটো বা ই-রিক্সা রয়েছে? তাহলে জানতে হবে এই নিয়ম! মানুষ ঘর থেকে পা বাড়ালেই টোটো বা ই-রিক্সার দেখা। যদিও নির্মাণ ক্ষেত্রে সরকারের নির্দেশিকা না মানার কারণে টোটো বেআইনি যান হলেও দূষণ কম করতে সরকারি সম্মতিতে ই-রিক্সা চলাচলে জোর দেওয়া হচ্ছে। অন্যান্য যানবাহনের মত সরকারি নির্দেশিকা মেনে তৈরি ই-রিক্সা। বর্তমান সময়ে গ্রাম বা শহরের বেকার যুবকরা স্বনির্ভর হতে ইলেকট্রিক এই যান চালানোর প্রতি দারুণ আগ্রহ দেখাচ্ছে। একবার এই যান নেওয়ার পর দীর্ঘদিন কাজে লাগানো। অজান্তেই দিনের পর দিন ভুল নিয়মে যানের ক্ষতি করে ফেলতে পারেন। সেই দিক গুরুত্ব রেখে কীভাবে ইলেকট্রিক চালিত টোটো বা ই-রিক্সা মেইনটেইন করবেন। অনেকেই হয়ত সঠিক পরিচর্যা জানেন না। তাই প্রকৃত পরিচর্যা না জানার ফলে ভুল করার পর শিক্ষা হয়। এবার ক্ষতি হবার বহু আগেই শিক্ষা নিন।
যদিও পেট্রোল ডিজেল চালিত বা গ্যাস চালিত যানবাহনের তুলনায় এই ইলেকট্রিক যানের পরিচর্যা অনেকটাই কম। প্রাথমিক কয়েকটা জিনিস গুরুত্ব দিলে এই ইলেকট্রিক যান খারাপ হবার সম্ভাবনা আরও কম। বর্তমান সময় কর্মসংস্থান ক্রমশ কম হচ্ছে। চাকরির বাজার মন্দার পাশাপাশি মধ্যবিত্তের নাগালের বাইরে ব্যবসা। সেই দিক থেকে অল্প টাকা খরচ করে টোটো বা ই-রিক্সা চালানোর সিদ্ধান্ত বহু যুবকের।
advertisement
advertisement
১-১.৫ লক্ষ টাকা খরচ করে এই যান চালিয়ে বহু মানুষের রুটি রুজি। দিনে এক থেকে দু’বার চার্জ করে ২০০ থেকে ৩০০ কিলোমিটার দৌড়াতে পারে এই যান। ফলে সারাদিন কম খরচে এই যান চালিয়ে সংসারের খরচ ওঠে খুব সহজে। কিন্তু অনেকেই এর পরিচর্যা সঠিক না করার ফলে মারাত্মক ভুল করে ফেলেন। তারপর হঠাৎ খারাপ হয়ে বড় ধাক্কা সে। তাই সেই খারাপ সময় আসার আগেই হতে পারেন সতর্ক। তাহলে হয়ত ঝুঁকি কমবে যানবাহন পরিচর্যার খরচও কম হবে।
advertisement
সাধারণত এই ইলেকট্রিক যানে দুই রকম ব্যাটারি ব্যবহার হয়। কোন ব্যাটারি কতক্ষণ চার্জ দেবেন। কোনটায় কত কিলোমিটার গতিবেগে এই যান  ছুটলে ঝুঁকি কম। সর্বাধিক কত ভার বা কতজন যাত্রী বহন করলে এইযানের সেভাবে ক্ষতি হবে না, সে বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন, ‘পথের সাথী’ ই-রিক্সা কোম্পানির কর্ণধার সমীর শেখ।হাতে গোনা এই কয়েকটা দিক গুরুত্ব রাখলে টোটো বা ই -রিক্সা খারাপ হওয়ার সম্ভাবনা কম। এই নিয়মে নিশ্চিন্তে দীর্ঘ সময় এই যান চালানো যেতে পারে।
advertisement
রাকেশ মাইতি
view comments
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Toto: টোটো বা ই রিক্সা আছে? দীর্ঘদিন টোটোকে নতুন রাখতে হলে, এই তিন ভুল ভুলেও করবেন না!
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement