সম্প্রতি দিঘার সমুদ্র বিচে নরম সবুজ শ্যাওলা লক্ষ্য করা গেছে। ওল্ড দিঘায় দেখলে মনে হবে যেন সবুজ কার্পেট পাতা। পর্যটকেদের তার ওপর দিয়ে সমুদ্রের মনোরম দৃশ্য দেখতে দেখতে সেল্ফি তুলছেন দেদার। আর তাতেই বিপদ! হাঁটতে গেলেই নিমেষে পা স্লিপ করে আছাড় খেতে হচ্ছে। আছাড় খেয়েই আপনাকে বিচের দিকে টেনে নিয়ে গিয়ে বড় বড় পাথরের চাঁইতে ধাক্কা দেবে ঢেউ। দুর্ভাগ্যজনক ভাবে বেশ কয়েকজন জোয়ারের সময় হাঁটতে গিয়ে পা স্লিপ করেছেন। বিশেষ করে ওল্ড দিঘার পাথরের ঢালাই করা ঘাট-সহ বিচে এই ধরনের ঘন সবুজের শ্যাওলা দেখা দিচ্ছে।
advertisement
আরও পড়ুনঃ হার্ট অ্যাটাক থেকে কীভাবে বাঁচবেন? রোজের ৫ অভ্যাস অত্যন্ত জরুরি, জানুন বিশেষজ্ঞের মত
শুধু শ্যাওলা নয়, শ্যাওলার ভেতরে ব্লেডের ন্যায় ধারালো ছোট ছোট ঝিনুক ও রয়েছে। যা অত্যন্ত বিপদজনক। বর্তমান দিঘার কিছু বিচে এই ধরনের শ্যাওলা উপস্থিতি লক্ষ্য করায় বিশেষ উদ্যোগ নিচ্ছে দিঘা শংকরপুর উন্নয়ন পর্ষদ কর্তৃপক্ষ।
এ প্রসঙ্গে কাঁথির মহকুমা শাসক তথা দিঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের আধিকারিক শৌভিক ভট্টাচার্য জানিয়েছেন ‘বিষয়টি পর্যটকদের কাছে বিপজ্জনক। পরিষ্কার করা হয় তবে সব সময় পরিষ্কার করা সম্ভব হয়ে উঠছে না। যে কারণে ঘাটগুলিতে স্নান করা বা অবাধ চলাফেরা করা নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সচেতনতার জন্য আরও ব্যবস্থা গ্রহণ করা হবে। সেইসব ঘাটগুলোতে বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে ও নুলিয়াদের নির্দেশিকা দেওয়া হয়েছে।’
প্রশাসন সতর্ক হলেও কিন্তু পর্যটকেরা না বুঝে নেমে পড়ছেন শ্যাওলায় ভরা জায়গাগুলিতে। আর বিপদ ঘটছে প্রতিনিয়ত। প্রায় বছর তিনেক ধরে এই শ্যাওলা জমছে। তাই পর্যটকদের সুরক্ষিত রাখতে প্রশাসনের তরফে ওল্ড দিঘায় এক নম্বর এবং দু’নম্বর ঘাটে বিশেষ করে শ্যাওলার উপর হাঁটা ও স্নানে নিষেধাজ্ঞা জারি করেছে।
সৈকত শী