Health Tips: হার্ট অ্যাটাক থেকে কীভাবে বাঁচবেন? রোজের ৫ অভ্যাস অত্যন্ত জরুরি, জানুন বিশেষজ্ঞের মত
- Published by:Shubhagata Dey
- news18 bangla
- Reported by:RANJAN CHANDA
Last Updated:
Health Tips: নিজেকে সুস্থ রাখতে এবং মানবদেহে হৃৎপিণ্ড সুস্থ রাখতে প্রতিদিন খাদ্যাভ্যাস এবং ডেইলি রুটিনে পরিবর্তন আনা জরুরি।
খড়গপুর: বর্তমানে রোগ অসুখ সাধারণ মানব জীবনের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত হয়ে গিয়েছে। প্রায়ই সাধারণ মানুষের হার্টের নানা সমস্যা দেখা যায়। তবে হার্টের সমস্যা থেকে কীভাবে মুক্তি মিলবে? সাধারণ জনজীবনে কী কী নিয়ম মেনে চলতে হবে, তা সবিস্তারে তুলে ধরলেন বিশিষ্ট চিকিৎসক লক্ষীকান্ত দলবেরা।
নিজেকে সুস্থ রাখতে এবং মানবদেহে হৃৎপিণ্ড সুস্থ রাখতে প্রতিদিন খাদ্যাভ্যাস এবং ডেইলি রুটিনে পরিবর্তন আনা জরুরি। কখনও কার হার্ট অ্যাটাক হবে, তা প্রাথমিকভাবে বোঝানো গেলেও বেশ কিছু নিয়ম মেনে চললে সুস্থ রাখা যাবে হৃৎপিণ্ডকে। প্রতিদিন সময় করে নিয়ম মতো খাওয়া-দাওয়া করা এবং সুষম খাবার খাওয়া প্রয়োজন। বেশি ফ্যাট জাতীয় খাবার না খাওয়া, কিংবা অতিরিক্ত খাওয়া বা একদম না খাওয়ার অভ্যাস পরিবর্তন করতে হবে সকলকে। পুরুষদের পাশাপাশি মহিলাদের খাদ্যাভাসে পরিবর্তন করা জরুরি।
advertisement
আরও পড়ুনঃ দাঁত-মাইগ্রেনের ব্যথা দু-মিনিটে ‘ভ্যানিশ’! এক চিমটে হেঁসেলের ‘এই’ উপাদান, হাজার রোগ থেকে মুক্তি
কোনও চিকিৎসকের পরামর্শ মতো ওষুধ না খেলে সেক্ষেত্রে নানাবিধ সমস্যায় পড়তে হতে পারে সকলকে, সমস্যা হতে পারে হার্টেরও। বুকে ব্যথা, কিংবা এই জাতীয় কোনও সমস্যা হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
advertisement
এ ছাড়াও বর্তমান দিনে বেশিরভাগ মানুষ নানা কিছু জিনিস নিয়ে চিন্তায় থাকেন তাদের মধ্যে উত্তেজনা এবং মানসিক চাপ প্রচন্ড পরিমাণে বাড়তে থাকে। সেক্ষেত্রে এই জিনিস পদ্ধতিগতভাবে মোকাবিলা করলে হার্টের নানা ধরনের রোগ অসুখ কিংবা হার্ট অ্যাটাক থেকে সুস্থ থাকা যায়। স্বাভাবিকভাবে সামান্য কিছু নিয়ম মেনে চললেই অনায়াসে সুস্থ থাকা যাবে, সুস্থ রাখা যাবে নিজের হার্টেরও।
advertisement
রঞ্জন চন্দ
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 21, 2024 7:00 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Health Tips: হার্ট অ্যাটাক থেকে কীভাবে বাঁচবেন? রোজের ৫ অভ্যাস অত্যন্ত জরুরি, জানুন বিশেষজ্ঞের মত