Health Tips: হার্ট অ্যাটাক থেকে কীভাবে বাঁচবেন? রোজের ৫ অভ্যাস অত্যন্ত জরুরি, জানুন বিশেষজ্ঞের মত

Last Updated:

Health Tips: নিজেকে সুস্থ রাখতে এবং মানবদেহে হৃৎপিণ্ড সুস্থ রাখতে প্রতিদিন খাদ্যাভ্যাস এবং ডেইলি রুটিনে পরিবর্তন আনা জরুরি।

+
প্রতীকী

প্রতীকী ছবি।

খড়গপুর: বর্তমানে রোগ অসুখ সাধারণ মানব জীবনের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত হয়ে গিয়েছে। প্রায়ই সাধারণ মানুষের হার্টের নানা সমস্যা দেখা যায়। তবে হার্টের সমস্যা থেকে কীভাবে মুক্তি মিলবে? সাধারণ জনজীবনে কী কী নিয়ম মেনে চলতে হবে, তা সবিস্তারে তুলে ধরলেন বিশিষ্ট চিকিৎসক লক্ষীকান্ত দলবেরা।
নিজেকে সুস্থ রাখতে এবং মানবদেহে হৃৎপিণ্ড সুস্থ রাখতে প্রতিদিন খাদ্যাভ্যাস এবং ডেইলি রুটিনে পরিবর্তন আনা জরুরি। কখনও কার হার্ট অ্যাটাক হবে, তা প্রাথমিকভাবে বোঝানো গেলেও বেশ কিছু নিয়ম মেনে চললে সুস্থ রাখা যাবে হৃৎপিণ্ডকে। প্রতিদিন সময় করে নিয়ম মতো খাওয়া-দাওয়া করা এবং সুষম খাবার খাওয়া প্রয়োজন। বেশি ফ্যাট জাতীয় খাবার না খাওয়া, কিংবা অতিরিক্ত খাওয়া বা একদম না খাওয়ার অভ্যাস পরিবর্তন করতে হবে সকলকে। পুরুষদের পাশাপাশি মহিলাদের খাদ্যাভাসে পরিবর্তন করা জরুরি।
advertisement
আরও পড়ুনঃ দাঁত-মাইগ্রেনের ব্যথা দু-মিনিটে ‘ভ্যানিশ’! এক চিমটে হেঁসেলের ‘এই’ উপাদান, হাজার রোগ থেকে মুক্তি
কোনও চিকিৎসকের পরামর্শ মতো ওষুধ না খেলে সেক্ষেত্রে নানাবিধ সমস্যায় পড়তে হতে পারে সকলকে, সমস্যা হতে পারে হার্টেরও। বুকে ব্যথা, কিংবা এই জাতীয় কোনও সমস্যা হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
advertisement
এ ছাড়াও বর্তমান দিনে বেশিরভাগ মানুষ নানা কিছু জিনিস নিয়ে চিন্তায় থাকেন তাদের মধ্যে উত্তেজনা এবং মানসিক চাপ প্রচন্ড পরিমাণে বাড়তে থাকে। সেক্ষেত্রে এই জিনিস পদ্ধতিগতভাবে মোকাবিলা করলে হার্টের নানা ধরনের রোগ অসুখ কিংবা হার্ট অ্যাটাক থেকে সুস্থ থাকা যায়। স্বাভাবিকভাবে সামান্য কিছু নিয়ম মেনে চললেই অনায়াসে সুস্থ থাকা যাবে, সুস্থ রাখা যাবে নিজের হার্টেরও।
advertisement
রঞ্জন চন্দ
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Health Tips: হার্ট অ্যাটাক থেকে কীভাবে বাঁচবেন? রোজের ৫ অভ্যাস অত্যন্ত জরুরি, জানুন বিশেষজ্ঞের মত
Next Article
advertisement
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
  • দুর্গাপুর স্টেশনে ২৪ ঘণ্টা ভেন্ডিং মেশিনে স্বাস্থ্যকর খাবার ও পানীয় পাওয়া যাবে

  • UPI-দিয়ে সহজেই পেমেন্ট করা যাবে

  • দুর্গাপুর স্টেশন স্মার্ট, পরিষ্কার এবং যাত্রী-সহযোগী স্টেশন হয়ে উঠছে

VIEW MORE
advertisement
advertisement