TRENDING:

Digha Jagannath Mandir: সুখবর! দিঘার জগন্নাথ মন্দিরে এবার রান্না করা অন্নভোগ, চূড়ান্ত অডিট স্বাস্থ্য দফতরের

Last Updated:

Digha Jagannath Mandir: এতদিন পর্যটন ও তীর্থক্ষেত্র দিঘার জগন্নাথ মন্দিরে ভক্তরা কেবল শুকনো প্রসাদ পেতেন। তবে, এবার সেই চিত্র বদলাতে চলেছে। ভক্তদের জন্য এবার রকমারি পদ সহকারে রান্না করা ভোগের ব্যবস্থা করা হচ্ছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পঙ্কজ দাশা রথী,দিঘা, পূর্ব মেদিনীপুর: এতদিন পর্যটন ও তীর্থক্ষেত্র দিঘার জগন্নাথ মন্দিরে ভক্তরা কেবল শুকনো প্রসাদ পেতেন। তবে, এবার সেই চিত্র বদলাতে চলেছে। ভক্তদের জন্য এবার রকমারি পদ সহকারে রান্না করা ভোগের ব্যবস্থা করা হচ্ছে। আর সেই ভোগ কতটা স্বাস্থ্যসম্মত ভাবে তৈরি হচ্ছে, তা সুনিশ্চিত করতে বুধবার চূড়ান্ত পর্যায়ের পরীক্ষা বা অডিট করল স্বাস্থ্য দফতর। স্বাস্থ্যসম্মত ভোগের লক্ষ্যে বিশেষ অডিট পুরীর মন্দিরের ধাঁচে দিঘার জগন্নাথ মন্দিরেও অন্নভোগের ব্যবস্থা চালু হয়েছে। নন্দীগ্রাম স্বাস্থ্য জেলার খাদ্য সুরক্ষা দফতরের পক্ষ থেকে আজ মন্দির প্রাঙ্গণে একটি বিশেষ অডিট করা হয়। মূল লক্ষ্য হলো,ভক্তদের পরিবেশন করা খাবার যেন সম্পূর্ণ স্বাস্থ্যবিধি মেনে এবং উন্নত মানের হয়।এই দিন অডিটে উপস্থিত ছিলেন:
News18
News18
advertisement

বিশ্বজিৎ মান্না,জেলা খাদ্য সুরক্ষা আধিকারিক।অন্যান্য খাদ্য সুরক্ষা আধিকারিকবৃন্দ। FSSAI মনোনীত অডিটিং পার্টনার ‘MS Certification’-এর প্রতিনিধি দল। মিলবে কেন্দ্রীয় ‘BHOG’ শংসাপত্র এদিনের এই অডিটের রিপোর্ট সরাসরি জমা দেওয়া হবে কেন্দ্রীয় সংস্থা FSSAI (Food Safety and Standards Authority of India)-এর কাছে। রিপোর্ট সন্তোষজনক হলে দিঘার জগন্নাথ মন্দিরকে ‘BHOG’ (Blissful Hygienic Offering to God) শংসাপত্র প্রদান করা হবে। এই শংসাপত্র পাওয়ার অর্থ হলো, মন্দিরের রান্নাঘর থেকে শুরু করে পরিবেশন পর্যন্ত সমস্ত প্রক্রিয়া সর্বোচ্চ মানের পরিচ্ছন্নতা বজায় রাখছে।কেন্দ্রীয় সংস্থার নজরদারিতে রান্নার মান ও বিশুদ্ধতা বজায় থাকবে।দিঘায় আসা লক্ষ লক্ষ পর্যটক ও পুণ্যার্থীরা নিশ্চিন্তে এবং স্বাস্থ্যসম্মতভাবে অন্নপ্রসাদ গ্রহণ করতে পারবেন। শুকনো প্রসাদের পাশাপাশি বিভিন্ন পদের রান্না করা ভোগ মন্দির ব্যবস্থাপনায় এক নতুন মাত্রা যোগ করবে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দিঘার সমুদ্রতটে ওগুলো কী...? যেন সবুজ কার্পেটে ঢেকেছে স্নানঘাট, 'ফাঁদে' পড়ছেন পর্যটকরা!
আরও দেখুন

রান্নার সামগ্রী থেকে শুরু করে রান্নার পদ্ধতি এবং পরিচ্ছন্নতা—সবকিছুই FSSAI-এর নির্ধারিত মানদণ্ড অনুযায়ী হচ্ছে কি না। রিপোর্ট জমা দেওয়ার পর দ্রুত শংসাপত্র পাওয়ার প্রক্রিয়া সম্পন্ন হবে।” — বিশ্বজিৎ মান্না, জেলা খাদ্য সুরক্ষা আধিকারিক বলেন। উল্লেখ্য, দিঘার এই জগন্নাথ মন্দিরকে ঘিরে পর্যটন মহলে উৎসাহ তুঙ্গে।এবার স্বাস্থ্যসম্মত অন্নভোগের এই নতুন পরিষেবা ভক্তদের জন্য বাড়তি আকর্ষণ হতে চলেছে।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Digha Jagannath Mandir: সুখবর! দিঘার জগন্নাথ মন্দিরে এবার রান্না করা অন্নভোগ, চূড়ান্ত অডিট স্বাস্থ্য দফতরের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল