পূর্ব মেদিনীপুরের দিঘার কয়েক কিলোমিটার রাস্তা জুড়ে লাগানো হচ্ছে চন্দননগরের আলো। নিউ দিঘা থেকে ওল্ড দিঘা পর্যন্ত সুউচ্চ আলোর গেট ও কাঠামো তৈরি করা হয়েছে। জগন্নাথ, বলরাম ও সুভদ্রার আদলে আলোর নকশা তুলে ধরা হয়েছে দিঘায়। কোনওটা লোহার স্ট্রাকচারে এলইডি স্ট্রিপ, কোথাও গ্লোসাইন দিয়ে বিভিন্ন রকমের আলোর থিম রয়েছে জগন্নাথদেবের। আলোর মাধ্যমে তাঁর পাশে অস্ত্র, ফুল ও শঙ্খের ছবি ফুটিয়ে তোলা হয়েছে।
advertisement
উদ্বোধনের আগের দিন থেকে এই আলোয় ভরে উঠেছে জগন্নাথ মন্দিরের আশপাশের রাস্তাঘাট। আর বাকি মাত্র একদিন, সেই কারণে আলোকসজ্জার কাজ শেষ করার তৎপরতা এখন তুঙ্গে। মন্দিরের রাস্তা সাজানোর জন্য প্রায় ২০০ শ্রমিক দিনরাত এক করে কাজ করেছেন। তার মধ্যে রয়েছে কালবৈশাখীর প্রকোপ। সোমবার রাত থেকেই দিঘা উপত্যকায় থাকা মানুষ দেখেছেন আলোর রোশনাই। সোমবার রাত থেকেই জ্বলে উঠেছে চন্দননগরের মায়াবী আলো। দিঘা উপত্যকায় জগন্নাথ মন্দির উদ্বোধন উপলক্ষে যে উৎসবের মেজাজ তার দ্বিগুণ হয়েছে চন্দননগরের আলোর ছটা।
রাহী হালদার