TRENDING:

Digha Jagannath Temple: মন্দির উদ্বোধনের ঠিক আগে কী ঘটছে দিঘায়? পর্যটকদের জন্য রয়েছে কী কী চমক? জানুন

Last Updated:

Digha Jagannath Temple: আগামিকাল অক্ষয় তৃতীয়ায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বোধন করবেন দিঘার জগন্নাথ মন্দির। সেই উদ্বোধনকে কেন্দ্র করে চন্দননগরের আলোকসজ্জায় সেজে উঠছে মন্দির চত্বর থেকে দিঘার সমুদ্র সৈকত।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হুগলি: আগামিকাল অক্ষয় তৃতীয়ায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বোধন করবেন দিঘার জগন্নাথ মন্দির। সেই উদ্বোধনকে কেন্দ্র করে চন্দননগরের আলোকসজ্জায় সেজে উঠছে মন্দির চত্বর থেকে দিঘার সমুদ্র সৈকত। আর এই কাজের বরাত পেয়েছেন হুগলির চন্দননগরের আলোক শিল্পী জয়ন্ত দাস। তিনি একমাস ধরে এই কাজ করছেন। সমস্ত আলোর কাঠামো তৈরি হওয়ার পর গত ১৮ এপ্রিল থেকে আলো পাঠাতে শুরু করেন তিনি। সোমবারও সেই চন্দননগর থেকে আলো পাঠানো হয় দিঘায়।
advertisement

পূর্ব মেদিনীপুরের দিঘার কয়েক কিলোমিটার রাস্তা জুড়ে লাগানো হচ্ছে চন্দননগরের আলো। নিউ দিঘা থেকে ওল্ড দিঘা পর্যন্ত সুউচ্চ আলোর গেট ও কাঠামো তৈরি করা হয়েছে। জগন্নাথ, বলরাম ও সুভদ্রার আদলে আলোর নকশা তুলে ধরা হয়েছে দিঘায়। কোনওটা লোহার স্ট্রাকচারে এলইডি স্ট্রিপ, কোথাও গ্লোসাইন দিয়ে বিভিন্ন রকমের আলোর থিম রয়েছে জগন্নাথদেবের। আলোর মাধ্যমে তাঁর পাশে অস্ত্র, ফুল ও শঙ্খের ছবি ফুটিয়ে তোলা হয়েছে।

advertisement

আরও পড়ুনঃ আলাদা এসি দরকার নেই…! জলের দরে শপিং মলের মতো দিনভর বরফ ঠান্ডা ফ্ল্যাট-বাড়ি! সেন্ট্রাল এসি লাগাতে খরচ কত? স্কোয়্যার ফুট মেপে রইল হিসাব

উদ্বোধনের আগের দিন থেকে এই আলোয় ভরে উঠেছে জগন্নাথ মন্দিরের আশপাশের রাস্তাঘাট। আর বাকি মাত্র একদিন, সেই কারণে আলোকসজ্জার কাজ শেষ করার তৎপরতা এখন তুঙ্গে। মন্দিরের রাস্তা সাজানোর জন্য প্রায় ২০০ শ্রমিক দিনরাত এক করে কাজ করেছেন। তার মধ্যে রয়েছে কালবৈশাখীর প্রকোপ। সোমবার রাত থেকেই দিঘা উপত্যকায় থাকা মানুষ দেখেছেন আলোর রোশনাই। সোমবার রাত থেকেই জ্বলে উঠেছে চন্দননগরের মায়াবী আলো। দিঘা উপত্যকায় জগন্নাথ মন্দির উদ্বোধন উপলক্ষে যে উৎসবের মেজাজ তার দ্বিগুণ হয়েছে চন্দননগরের আলোর ছটা।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
যা নেবেন মাত্র ৫ টাকা! বিজয়ার মিষ্টির সাবেকি স্বাদ পেতে হলে যেতে হবে এখানে, কোথায় জানেন
আরও দেখুন

রাহী হালদার

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Digha Jagannath Temple: মন্দির উদ্বোধনের ঠিক আগে কী ঘটছে দিঘায়? পর্যটকদের জন্য রয়েছে কী কী চমক? জানুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল