Central AC: আলাদা এসি দরকার নেই...! জলের দরে শপিং মলের মতো দিনভর বরফ ঠান্ডা ফ্ল্যাট-বাড়ি! সেন্ট্রাল এসি লাগাতে খরচ কত? স্কোয়্যার ফুট মেপে রইল হিসাব

Last Updated:
Central AC: আপনি কি জানেন যে শুধুমাত্র অফিস বা মলে নয়, আপনি আপনার বাড়িতেও সেন্ট্রাল এসি লাগিয়ে নিতে পারেন, খরচও নাগালেই। বাড়ি বা ফ্ল্য়াটে পর্যাপ্ত জায়গা থাকলে সেন্ট্রাল এসি লাগানো সম্ভব।
1/12
*মে মাস এখনও শুরু হয়নি, তার আগেই হাঁসফাঁস অবস্থা বাংলাজুড়ে। বাড়ির বাইরে পা রাখলে জ্বলেপুড়ে যাচ্ছে শরীর, দোসর আর্দ্রতা। ফলে দুইয়ের জেরে নাজেহাল অবস্থা সাধারণের। এমতাবস্থায় এয়ার কন্ডিশনার বা এসি ছাড়া থাকা দায়। কিন্তু বাড়িতে সদস্য সংখ্যা বেশি হলে একটা এসি দিয়ে কাজ চলে না। প্রতি ঘরেই লাগাতে হয় এসি, এতে বাজেট বাড়য়ে অনেকটাই। সংগৃহীত ছবি।
*মে মাস এখনও শুরু হয়নি, তার আগেই হাঁসফাঁস অবস্থা বাংলাজুড়ে। বাড়ির বাইরে পা রাখলে জ্বলেপুড়ে যাচ্ছে শরীর, দোসর আর্দ্রতা। ফলে দুইয়ের জেরে নাজেহাল অবস্থা সাধারণের। এমতাবস্থায় এয়ার কন্ডিশনার বা এসি ছাড়া থাকা দায়। কিন্তু বাড়িতে সদস্য সংখ্যা বেশি হলে একটা এসি দিয়ে কাজ চলে না। প্রতি ঘরেই লাগাতে হয় এসি, এতে বাজেট বাড়য়ে অনেকটাই। সংগৃহীত ছবি।
advertisement
2/12
*সাধারণত অফিস বা মলের মতো বড় জায়গা ঠান্ডা করতে ব্যবহার করা হয় সেন্ট্রাল এসি। কিন্তু, আপনি কি জানেন যে শুধুমাত্র অফিস বা মলে নয়, আপনি আপনার বাড়িতেও সেন্ট্রাল এসি লাগিয়ে নিতে পারেন, খরচও নাগালেই। সংগৃহীত ছবি।
*সাধারণত অফিস বা মলের মতো বড় জায়গা ঠান্ডা করতে ব্যবহার করা হয় সেন্ট্রাল এসি। কিন্তু, আপনি কি জানেন যে শুধুমাত্র অফিস বা মলে নয়, আপনি আপনার বাড়িতেও সেন্ট্রাল এসি লাগিয়ে নিতে পারেন, খরচও নাগালেই। সংগৃহীত ছবি।
advertisement
3/12
*কোনও বড় জায়গা ঠান্ডা করতে এয়ার কন্ডিশনারের পরিবর্তে ব্যবহারে হয় সেন্ট্রাল এয়ার কন্ডিশনার বা সেন্ট্রাল এসি। যার গোটা মেশিনটা একটা নির্দিষ্ট জায়গায় থাকে। তারপর পাইপের মাধ্যমে প্রতিটি ঘরে শীতল হাওয়া পৌঁছে যায়। আপনার বাজেট অনুযায়ী কিন্তু সহজেই বাড়িতে বসিয়ে নিতে পারেন সেন্ট্রাল এসি। মাত্র এক ইউনিট সেন্ট্রাল এসি দিয়ে আপনি আপনার গোটা বাড়ি ঠান্ডা করতে পারবেন। সংগৃহীত ছবি।
*কোনও বড় জায়গা ঠান্ডা করতে এয়ার কন্ডিশনারের পরিবর্তে ব্যবহারে হয় সেন্ট্রাল এয়ার কন্ডিশনার বা সেন্ট্রাল এসি। যার গোটা মেশিনটা একটা নির্দিষ্ট জায়গায় থাকে। তারপর পাইপের মাধ্যমে প্রতিটি ঘরে শীতল হাওয়া পৌঁছে যায়। আপনার বাজেট অনুযায়ী কিন্তু সহজেই বাড়িতে বসিয়ে নিতে পারেন সেন্ট্রাল এসি। মাত্র এক ইউনিট সেন্ট্রাল এসি দিয়ে আপনি আপনার গোটা বাড়ি ঠান্ডা করতে পারবেন। সংগৃহীত ছবি।
advertisement
4/12
*সেন্ট্রাল এসি কি বাড়িতে লাগানো সম্ভব? বাড়ি বা ফ্ল্য়াটে পর্যাপ্ত জায়গা থাকলে সেন্ট্রাল এসি লাগানো সম্ভব। কিন্তু বাড়ি বা ফ্ল্যাটের আকার ছোট হলে, এই ধরনের এসি লাগানো মানে একেবারে টাকা নষ্ট। মূলত, একটা বড় পরিসর ছাড়া এই বিশেষ এসি লাগানোও সম্ভব নয়। সংগৃহীত ছবি।
*সেন্ট্রাল এসি কি বাড়িতে লাগানো সম্ভব? বাড়ি বা ফ্ল্য়াটে পর্যাপ্ত জায়গা থাকলে সেন্ট্রাল এসি লাগানো সম্ভব। কিন্তু বাড়ি বা ফ্ল্যাটের আকার ছোট হলে, এই ধরনের এসি লাগানো মানে একেবারে টাকা নষ্ট। মূলত, একটা বড় পরিসর ছাড়া এই বিশেষ এসি লাগানোও সম্ভব নয়। সংগৃহীত ছবি।
advertisement
5/12
*প্রতিটি বাড়িতেই পর্যাপ্ত জায়গা থাকলে সেন্ট্রাল এসি লাগানো সম্ভব। যদি আপনার একটি ৩ বিএইচকে-র বাড়ি বা ফ্ল্যাট থাকে। যার দৈর্ঘ্য প্রায় ১৮০০ স্কোয়ার ফুটের মতো। সেই ক্ষেত্রে নিম্নতম ৫ থেকে ৬ টনের একটি এসি প্রয়োজন হবে। সংগৃহীত ছবি।
*প্রতিটি বাড়িতেই পর্যাপ্ত জায়গা থাকলে সেন্ট্রাল এসি লাগানো সম্ভব। যদি আপনার একটি ৩ বিএইচকে-র বাড়ি বা ফ্ল্যাট থাকে। যার দৈর্ঘ্য প্রায় ১৮০০ স্কোয়ার ফুটের মতো। সেই ক্ষেত্রে নিম্নতম ৫ থেকে ৬ টনের একটি এসি প্রয়োজন হবে। সংগৃহীত ছবি।
advertisement
6/12
*পরিসংখ্যান অনুযায়ী, ওই ৫ থেকে ৬ টনের এসির দাম পড়বে প্রায় আড়াই লক্ষ টাকা। ডাক্টিং ও সেই এসি লাগাতে খরচ পড়বে দেড় লক্ষ টাকা। বৈদ্যুতিক সরঞ্জামে ৫০ হাজার টাকা। মোট খরচ পড়বে প্রায় সাড়ে চার লক্ষ টাকা। যাতে শুধুই ঘরই নয়, রান্নাঘর, বাথরুম, আপনার বাড়ি বা ফ্ল্যাটের সর্বত্র পৌঁছে যাবে এসির হাওয়া। সংগৃহীত ছবি।
*পরিসংখ্যান অনুযায়ী, ওই ৫ থেকে ৬ টনের এসির দাম পড়বে প্রায় আড়াই লক্ষ টাকা। ডাক্টিং ও সেই এসি লাগাতে খরচ পড়বে দেড় লক্ষ টাকা। বৈদ্যুতিক সরঞ্জামে ৫০ হাজার টাকা। মোট খরচ পড়বে প্রায় সাড়ে চার লক্ষ টাকা। যাতে শুধুই ঘরই নয়, রান্নাঘর, বাথরুম, আপনার বাড়ি বা ফ্ল্যাটের সর্বত্র পৌঁছে যাবে এসির হাওয়া। সংগৃহীত ছবি।
advertisement
7/12
*তবে সাধারণ এসির থেকে সেন্ট্রাল এসির সিস্টেম অনেকটাই আলাদা। একটি সেন্ট্রাল এসি একটি বড় এলাকাকে ঠান্ডা করে যাতে আপনাকে একাধিক স্প্লিট বা উইন্ডো এসি ইনস্টল করার প্রয়োজন হয় না। বড় অফিস এবং মলে সেন্ট্রাল এসি লাগাতে হয় কারণ এলাকা বেশি এবং সেখানে লোকজনও থাকে বেশি। সংগৃহীত ছবি।
*তবে সাধারণ এসির থেকে সেন্ট্রাল এসির সিস্টেম অনেকটাই আলাদা। একটি সেন্ট্রাল এসি একটি বড় এলাকাকে ঠান্ডা করে যাতে আপনাকে একাধিক স্প্লিট বা উইন্ডো এসি ইনস্টল করার প্রয়োজন হয় না। বড় অফিস এবং মলে সেন্ট্রাল এসি লাগাতে হয় কারণ এলাকা বেশি এবং সেখানে লোকজনও থাকে বেশি। সংগৃহীত ছবি।
advertisement
8/12
*যদি সেন্ট্রাল এসি আপনার বাড়িতে লাগাতে হয়, তাহলে কত খরচ হতে পারে? আপনি যদি প্রতিটি রুমের জন্য আলাদা আলাদা এসি কিনতে না চান, তাহলে একটি সেন্ট্রাল এসি লাগিয়ে নিতে পারেন। সেন্ট্রাল এসির মাত্র একটি ইউনিট দিয়ে আপনি আপনার পুরো ঘরকে ঠান্ডা করতে পারেন। সংগৃহীত ছবি।
*যদি সেন্ট্রাল এসি আপনার বাড়িতে লাগাতে হয়, তাহলে কত খরচ হতে পারে? আপনি যদি প্রতিটি রুমের জন্য আলাদা আলাদা এসি কিনতে না চান, তাহলে একটি সেন্ট্রাল এসি লাগিয়ে নিতে পারেন। সেন্ট্রাল এসির মাত্র একটি ইউনিট দিয়ে আপনি আপনার পুরো ঘরকে ঠান্ডা করতে পারেন। সংগৃহীত ছবি।
advertisement
9/12
*আপনি যদি একটি বহুতল আবাসনের 2 BHK বা 3 BHK ফ্ল্যাটে থাকেন, তবে সেখানেও আপনি সেন্ট্রাল এসির এক ইউনিট দিয়ে পুরো ফ্ল্যাটটিকে সহজেই ঠান্ডা করতে পারবেন। সেন্ট্রাল এসি সবসময় এক সঙ্গে একটি বড় এলাকা ঠান্ডা করার জন্য ইনস্টল করা হয়। সেন্ট্রাল এসির একটি সেন্ট্রাল ইউনিট রয়েছে যা একটি নির্দিষ্ট জায়গায় ইনস্টল করা হয়। সংগৃহীত ছবি।
*আপনি যদি একটি বহুতল আবাসনের 2 BHK বা 3 BHK ফ্ল্যাটে থাকেন, তবে সেখানেও আপনি সেন্ট্রাল এসির এক ইউনিট দিয়ে পুরো ফ্ল্যাটটিকে সহজেই ঠান্ডা করতে পারবেন। সেন্ট্রাল এসি সবসময় এক সঙ্গে একটি বড় এলাকা ঠান্ডা করার জন্য ইনস্টল করা হয়। সেন্ট্রাল এসির একটি সেন্ট্রাল ইউনিট রয়েছে যা একটি নির্দিষ্ট জায়গায় ইনস্টল করা হয়। সংগৃহীত ছবি।
advertisement
10/12
*আয়তনের উপর নির্ভর করে এক বা একাধিক এয়ার কন্ডিশনার থাকে একটি সেন্ট্রাল এসির সিস্টেমে। এতে একটি বড় মেশিন থাকে যার মাধ্যমে পাইপলাইনের সাহায্যে ঠান্ডা বাতাস বিভিন্ন ঘরে পাঠানো হয়। সংগৃহীত ছবি।
*আয়তনের উপর নির্ভর করে এক বা একাধিক এয়ার কন্ডিশনার থাকে একটি সেন্ট্রাল এসির সিস্টেমে। এতে একটি বড় মেশিন থাকে যার মাধ্যমে পাইপলাইনের সাহায্যে ঠান্ডা বাতাস বিভিন্ন ঘরে পাঠানো হয়। সংগৃহীত ছবি।
advertisement
11/12
*একটি সাধারণ বাড়ির জন্য একটি সেন্ট্রাল এসির দাম প্রায় ৫০ হাজার টাকা থেকে শুরু হয়। সেন্ট্রাল এসির খরচ নির্ভর করে আপনি কত বড় এলাকাতে এটি ইনস্টল করতে চান তার উপর।
*একটি সাধারণ বাড়ির জন্য একটি সেন্ট্রাল এসির দাম প্রায় ৫০ হাজার টাকা থেকে শুরু হয়। সেন্ট্রাল এসির খরচ নির্ভর করে আপনি কত বড় এলাকাতে এটি ইনস্টল করতে চান তার উপর।
advertisement
12/12
*আপনি যদি এক থেকে দুই রুমের বাড়ির জন্য একটি সেন্ট্রাল এসি সেটআপ পেতে চান, তাহলে এর খরচ হতে পারে প্রায় ৫০ হাজার টাকা, কিন্তু বাড়ির আকার বড় হলে প্রায় ৩০০,০০০ টাকা বা তার বেশি টাকা খরচ হতে পারে এই সেন্ট্রাল এসি লাগাতে। সংগৃহীত ছবি।
*আপনি যদি এক থেকে দুই রুমের বাড়ির জন্য একটি সেন্ট্রাল এসি সেটআপ পেতে চান, তাহলে এর খরচ হতে পারে প্রায় ৫০ হাজার টাকা, কিন্তু বাড়ির আকার বড় হলে প্রায় ৩০০,০০০ টাকা বা তার বেশি টাকা খরচ হতে পারে এই সেন্ট্রাল এসি লাগাতে। সংগৃহীত ছবি।
advertisement
advertisement
advertisement