পুজোর মরশুমে সৈকত শহর দিঘায় প্রচুর পর্যটকের সমাগম ঘটে। পর্যটকদের স্বাস্থ্য বৃদ্ধি মেনে খাবার যাতে পরিবেশন হয়, সেই সমস্ত দিক খতিয়ে দেখলেন খাদ্য আধিকারিকেরা। ওল্ড দিঘা ও নিউ দিঘার হোটেল গুলোতে বৃহস্পতিবার বেলার দিকে এই অভিযান চলে।
আরও পড়ুন: খাদ্যমন্ত্রী রথীনের বাড়ি থেকে কী এমন পেল ইডি, তড়িঘড়ি ছুটলেন ইডি অফিসাররা! আরও বাহিনী মোতায়েন
advertisement
নন্দীগ্রাম স্বাস্থ্য জেলার খাদ্য আধিকারিক রনিতা সরকার বলেন, এই অভিযান আচমকা নয়, প্রায়শই সৈকত শহরে অভিযান চালানো হয় খাবারের গুণগতমান পরীক্ষা করার জন্য। সারা বছরই প্রচুর সংখ্যক মানুষ দিঘায় বেড়াতে আসেন। সেই কারণেই পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে খাবার যাতে দেওয়া হয়, সেই সমস্ত দিকে নজরদারি চালানো হয় খাদ্য দফতরের তরফে।
আরও পড়ুন: ৯ অক্টোবর ইডির কাছে হাজিরা দিতে হবে না অভিষেককে, বড় নির্দেশ ডিভিশন বেঞ্চের
বেশকিছু দোকানের অনিয়ম ধরা পড়ে, তাদের সতর্ক করা হয়। জিনিসপত্র বিক্রয়ের ক্ষেত্রে প্রিন্ট রেট থেকে যাতে বেশি না নেওয়া হয়, সেই সম্পর্কে সচেতন করা হয় ব্যবসায়ীদের।