Ed Raid: খাদ্যমন্ত্রী রথীনের বাড়ি থেকে কী এমন পেল ইডি, তড়িঘড়ি ছুটলেন ইডি অফিসাররা! আরও বাহিনী মোতায়েন

Last Updated:

Ed Raid: কিছু সংখ্যক কেন্দ্রীয় বাহিনী বাড়ানো হল রথীন ঘোষের বাড়ির সামনে। খাদ্যমন্ত্রীর বাড়ির সামনে তাঁর অনুগামী যারা জড়ো হয়েছিলেন, তাঁদের সরে যেতে অনুরোধ করেছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা।

রথীনের বাড়িতে ইডি হানা
রথীনের বাড়িতে ইডি হানা
কলকাতা: বৃহস্পতিবার সাতসকালে খাদ্যমন্ত্রী রথীন ঘোষের বাড়িতে ইডি-র তল্লাশি অভিযান শুরু হয়েছে৷ তা চলছে এখনও। পুর দুর্নীতি সংক্রান্ত তদন্তের সূত্রে মন্ত্রীর বাড়িতে এই অভিযান চালানো হয় বলে সূত্রের খবর৷ ২০১৪ থেকে ২০১৮ পর্যন্ত মধ্যমগ্রাম পুরসভার চেয়ারম্যান ছিলেন রথীন ঘোষ৷ ইডি সূত্রে খবর, মন্ত্রী রথীন ঘোষকে জিজ্ঞাসাবাদ করে ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার একটি ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য পাওয়া গিয়েছে। সেই সংক্রান্ত তথ্য ট্রানজাকশন ডিটেলস ব্যাংক কর্তৃপক্ষকে নোটিস দিয়ে চেয়েছে ইডি।
এদিকে, কিছু সংখ্যক কেন্দ্রীয় বাহিনী বাড়ানো হল রথীন ঘোষের বাড়ির সামনে। খাদ্যমন্ত্রীর বাড়ির সামনে তাঁর অনুগামী যারা জড়ো হয়েছিলেন, তাঁদের সরে যেতে অনুরোধ করেছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। ব্যাঙ্ক অফ ইন্ডিয়া থেকে বেরিয়ে মধ্যমগ্রাম চৌমাথার কাছে আরও একটি ব্যাংকে যান ইডি আধিকারিকরা। ইডি খাদ্যমন্ত্রীর বাড়িতে হানা দেওয়ার সাড়ে ১১ ঘণ্টা পর রথীন ঘোষের পরিচারিকাকে বাড়ি থেকে বেরোতে দেওয়া হয়েছে।
advertisement
advertisement
ইডির হানা প্রসঙ্গে রথীন সংবাদমাধ্যমে বলেন, ‘‘এর আগেও তো বিভিন্ন জায়গায় হানা দিয়েছে। কিন্তু কিছু তো পাওয়া যায়নি। মঙ্গলবারের প্রতিক্রিয়া আজ পাওয়া যাচ্ছে। রাজভবন অভিযান অভিযানের মতোই চলবে।’’
advertisement
অন্যদিকে, খাদ্যমন্ত্রী রথীন ঘোষের বাড়ি ছাড়াও বরাহনগর, সল্টলেক-সহ মোট ১২ জায়গায় তল্লাশি চালানো হয় বলে সূত্রের খবর৷ সেই তালিকায় রয়েছে রথীন অনুগামীদের বাড়িও৷ নিয়োগ দুর্নীতি কাণ্ডে ধৃত অয়ন শীলের অফিসে তল্লাশি চালানোর সময়েই ইডির হাতে আসে পুর দুর্নীতি সংক্রান্ত নথিপত্র৷ তার পরে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে এ নিয়ে তদন্ত শুরু করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট৷ সেই তদন্তের খাতিরেই তল্লাশি চলছে আজ৷
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Ed Raid: খাদ্যমন্ত্রী রথীনের বাড়ি থেকে কী এমন পেল ইডি, তড়িঘড়ি ছুটলেন ইডি অফিসাররা! আরও বাহিনী মোতায়েন
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement