এই ঘটনায় একজনকে গ্রেফতার করেছে দিঘা মোহনা কোস্টাল থানার পুলিশ। ঘটনার পরপরই অন্যতম অভিযুক্ত হোটেল মালিক তারক বেরা পলাতক বলে পুলিশ জানিয়েছে। জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম স্বপন কুমার দাস (৩৮), বাড়ি রামনগর থানার বর রাকুয়া গ্রামে।
আরও পড়ুন: যাদবপুর কাণ্ডে স্বস্তি পেলেন শুভেন্দু অধিকারী! ‘কর্তব্যও’ মনে করিয়ে দিলেন বিচারপতি
advertisement
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দিঘা মোহনা কোস্টাল থানার ঢিল ছোঁড়া দুরত্বে কয়েক বছর ধরে সি প্যারাডাইস হোটেলে চলে অবৈধ মধুচক্রের আসর। পুলিশকে বারবার জানিয়েও কোনও কাজ হয়নি। স্থানীয়দের অভিযোগ, এই অবৈধ ব্যবসা রমরমিয়ে কয়েক বছর ধরে চলছে।
আরও পড়ুন: পুজোর মুখেই চরম দুঃসংবাদ পেলেন অনুব্রত মণ্ডল! হাজার চেষ্টাতেও হল না সুরাহা
জানা গিয়েছে, স্বপন দাস ওই হোটেলে কর্মচারী ছিলেন। অবৈধ মধুচক্রের ব্যবসার ভাগ বাটোয়ারাকে কেন্দ্র করে স্বপনকে বেধড়ক মারধর করে হোটেলের বাথরুমে ভিতরে ঢুকিয়ে তালা বন্ধ করে দেওয়া হয় বলে অভিযোগ। পরে পুলিশ তাকে উদ্ধার করে নিয়ে এসে দিঘা হাসপাতালে ভর্তি করলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। এই নিয়ে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। এই ঘটনায় রাজু মণ্ডল বলে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে দিঘা মোহনা কোস্টাল থানার পুলিশ।