তবে প্রবল জলোচ্ছ্বাসের জেরে সমুদ্রে না নেমেও সমুদ্রের জলে স্নান করতে পারছেন পর্যটকেরা। বৃষ্টিভেজা ছুটির দিনে দিঘার এমন রূপে দারুণ খুশি তাঁরা। প্রবল ঢেউ আর জলোচ্ছ্বাসে উপচে পড়া ভিড়। সমুদ্রের সৈকতে দাঁড়িয়েই স্নানে মাতোয়ারা পর্যটকরা। মাথায় বৃষ্টি আর সমুদ্রের ঢেউ জলোচ্ছ্বাসের জলে স্নানে মেতেছেন সকলে।
আরও পড়ুন: করোনায় ঘরবন্দি মানুষকে ঠকাতে জমজমাট টোপ, লকডাউনেই কোটি কোটি কামিয়েছে গার্ডেনরিচের আমির!
advertisement
এমন পরিস্থিতিতে কোনও ভাবেই যাতে পর্যটকরা সমুদ্রস্নানে নেমে না পড়েন, সে দিকে কড়া নজর রেখেছে প্রশাসন। জোয়ারের সময় সমুদ্রের প্রতিটি ঘাটই দড়ি দিয়ে ঘিরে রাখা হয়েছে। রবিবার সকাল থেকে মোতায়েন রাখা হয় নুলিয়া, সিভিক ভলেন্টিয়ার এবং বিপর্যয় মোকাবিলা বাহিনীর কর্মীদের।
আরও পড়ুন: 'টাকা তৃণমূলেরই, দেখুন এবার কী হয়', গার্ডেনরিচ নিয়ে বিস্ফোরক শুভেন্দু! আরও বড় ইঙ্গিত
সকাল থেকে দিঘার আকাশ মুখ ঢেকেছে কালো মেঘে। সঙ্গে অনবরত ঝিরঝিরে বৃষ্টি চলছে। পূর্ণিমার ভরা কোটাল থাকায় রবিবার সকাল থেকেই উত্তাল হয়ে ওঠে সমুদ্র। গার্ডওয়াল টপকে বড়বড় ঢেউ আছড়ে পড়ছে সমুদ্রতটে। পর্যটকদের একাংশ অবশ্য বৃষ্টি উপেক্ষা করেই সমুদ্রসৈকত থেকে মেতে ওঠেন স্নানে।