করোনায় ঘরবন্দি মানুষকে ঠকাতে জমজমাট টোপ, লকডাউনেই কোটি কোটি কামিয়েছে গার্ডেনরিচের আমির!
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
'ই-নাগেটস' নামে মোবাইল গেমিং অ্যাপ বানিয়ে কোটি কোটি টাকার প্রতারণা।
#কলকাতা: 'ই-নাগেটস' নামে মোবাইল গেমিং অ্যাপ বানিয়ে কোটি কোটি টাকার প্রতারণা। গার্ডেনরিচের ব্যবসায়ী আমির খানের বাড়ি থেকে প্রায় ১৭ কোটি টাকা উদ্ধারের পর জোরকদমে এর উৎস সন্ধানে নেমেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। কী ভাবে, কোন পথে মোবাইল গেমিং অ্যাপের মাধ্যমে লোক ঠকাতেন আমির, তা শনিবারই জানিয়ে দিয়েছে ইডি।
রবিবার ইডি সূত্রে খবর, লকডাউন চলাকালীনই রমরমা হয়ে উঠেছিল আমিরের এই অ্যাপ প্রতারণা। ঘরবন্দি মানুষ, করোনার ভয়ে কাঁটা মানসিকতাকে কাজে লাগিয়ে কোটি কোটি টাকার প্রতারণা করেছেন অভিযুক্ত আমির খান। জানা গিয়েছে, ওই অ্যাপের কয়েক হাজার ইউজার ছিল। লকডাউনের সময় ঘরে বসে ৩-৪ হাজার টাকা রোডগারের টোপ দেওয়া হয়েছিল।
আরও পড়ুন: 'চোখে দেখে ভোট দেবেন', টোটকায় কাজ হচ্ছে কতটা? রিপোর্ট নেবেন তৃণমূল সভাপতি
অনলাইনেই রোজগার করা যাবে এই অ্যাপের মাধ্যমে, এবং এই অ্যাপেই জমা করতে হবে টাকা। তার পরই পুরো গায়েব। শনিবার কোটি কোটি টাকা উদ্ধারের পর সারা রাজ্য হতবাক। ইডি আধিকারিকদের নজর এবার আমির কবে কবে টাকা তুলত তার হিসেবের দিকে। সেই তথ্য ব্যাঙ্কের কাছ থেকে ইতিমধ্যেই পেয়েছেন তদন্তকারীরা।
advertisement
advertisement
আরও পড়ুন: এই প্রথম এমন ছক, অভিষেক পরিকল্পনায় চা শ্রমিকরা! আশায় বুক বাঁধছে তৃণমূল
প্রেস বিজ্ঞপ্তিতে ইডি জানিয়েছে, লোক ঠকানোর উদ্দেশ্যেই এই গেমিং অ্যাপটি বানিয়েছিলেন আমির। প্রাথমিক ভাবে মোবাইলে এই গেম যাঁরা খেলতেন, তাঁদের আকর্ষণীয় পুরস্কার দেওয়া হত। লোভনীয় কমিশনও মিলত। তা দেখেই অ্যাপটির প্রতি সাধারণ মানুষের ঝোঁক বাড়ে বলে দাবি ইডি-র। এই গেম খেলার পর ওয়ালেটে যে পরিমাণ টাকা জমত, তা সহজেই বিনা বাধায় তুলে নিতে পারতেন গ্রাহকরা। ফলে খেলাটির প্রতি আরও বেশি করে আকৃষ্ট হতেন অনেকে।
advertisement
অনুপ চক্রবর্তী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 11, 2022 11:14 AM IST