সম্প্রতি রেলের তরফ থেকে রাজ্যের বিভিন্ন স্টেশনে দূরপাল্লার ট্রেনের স্টপেজ বৃদ্ধি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর সেই সিদ্ধান্ত অনুযায়ী এবার ১৩৪১৭/১৩৪১৮ দিঘা মালদা টাউন এক্সপ্রেস স্টপেজ দেবে সিউড়ি রেল স্টেশনে। রেলের তরফ থেকে ২৫ সেপ্টেম্বর এই বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। সিউড়ি স্টেশনে দিঘা মালদা এক্সপ্রেস ট্রেনটি ছাড়াও স্টপেজ দেবে ১৩৪০৩/১৩৪০৪ রাঁচি ভাগলপুর বনাঞ্চল এক্সপ্রেস।
advertisement
আরও পড়ুন: একবার ঘুরতেই দিন কাবার, কলকাতায় তৈরি শুরু ‘বৃহত্তম’ শপিং মলের! কোথায় হচ্ছে জানেন?
কোন সময় ট্রেনটি আসবে সিউড়িতে? ১৩৪১৭ দিঘা মালদা টাউন এক্সপ্রেস ট্রেনটি প্রতি সপ্তাহের বৃহস্পতিবার রাত ১১:৫৫ মিনিটে দিঘা স্টেশন থেকে ছাড়ে এবং পরদিন অর্থাৎ শুক্রবার দুপুর ২:৩০ মিনিটে মালদা টাউন স্টেশন পৌঁছায়। ১৩৪১৮ মালদা টাউন দিঘা এক্সপ্রেস ট্রেনটি প্রতি সপ্তাহের বৃহস্পতিবার সকাল ৭:৪৫ মিনিটে মালদা স্টেশন থেকে ছাড়ে এবং দিঘা পৌঁছায় বৃহস্পতিবার রাত ১০:৩০ মিনিটে।
আরও পড়ুন: তথ্য তুলে দিলেন সকলের জন্য, তৃণমূলের দিল্লি প্রতিবাদের দিনই বিস্ফোরক শুভেন্দু অধিকারী!
এদিকে, এবার বীরভূম থেকে যারা দিঘা যেতে চান তাদের জন্য সুখবর দিল দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম (SBSTC)। আজ, ২ অক্টোবর থেকেই বোলপুর থেকে সোজা দিঘা বাস পরিষেবা শুরু হচ্ছে। স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি মেনে জামবুনি বাসস্ট্যান্ড থেকে এই পরিষেবা রোজ পর্যটকদের দেওয়া হবে বলে জানা গিয়েছে।
নতুন এই বাস পরিষেবায় আপাতত ৫৪ সিটের একটি নন এসি সরকারি বাস চালানোর সিদ্ধান্ত নিয়েছে এসবিএসটিসি। আগামী দিনে একটি এসি বাস চালানোর পরিকল্পনা রয়েছে সংস্থার। যেহেতু এই রুটে কোন সরকারি বাস ছিল না, তাই এমন সরকারি বাসের ঘোষণা হওয়ায় স্বাভাবিকভাবেই খুশির হাওয়া বইছে এলাকার স্থানীয় বাসিন্দাদের মধ্যে।