Suvendu Adhikari: তথ্য তুলে দিলেন সকলের জন্য, তৃণমূলের দিল্লি প্রতিবাদের দিনই বিস্ফোরক শুভেন্দু অধিকারী!
- Written by:VENKATESHWAR LAHIRI
- news18 bangla
- Published by:Suman Biswas
Last Updated:
Suvendu Adhikari: NDA আমলে মোদি সরকার মনরেগা ও প্রধানমন্ত্রীর গ্রাম সড়ক যোজনা সহ বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পে বরাদ্দ বৃদ্ধি করেছে বলে নিজের X হ্যান্ডেলে জানালেন শুভেন্দু অধিকারী।
কলকাতা: কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে দিল্লিতে তৃণমূলের কর্মসূচির দিনই কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ নস্যাৎ করে দিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দাবি,’ ইউপিএ আমল থেকে এনডিএ আমলে বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের বরাদ্দ বাংলার জন্য বহুগুণ বাড়ানো হয়েছে।” এর জন্য প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন শুভেন্দু। রীতিমতো পরিসংখ্যান তুলে ধরে ট্যুইট করেন শুভেন্দু অধিকারী।
NDA আমলে মোদি সরকার মনরেগা ও প্রধানমন্ত্রীর গ্রাম সড়ক যোজনা সহ বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পে বরাদ্দ বৃদ্ধি করেছে বলে নিজের X হ্যান্ডেলে জানালেন শুভেন্দু অধিকারী। UPA আমলে পশ্চিমবঙ্গ সরকারকে ১০০ দিনের কাজের জন্য ১৪,৯৮৫ কোটি টাকা দেওয়া হয়েছিল। মোদি সরকারের আমলে এখনও পর্যন্ত ৫৪,১৫০ কোটি টাকা বাংলাকে দেওয়া হয়েছে।
Thank you Hon’ble Prime Minister Shri @narendramodi Ji & Hon’ble Union Minister of Rural Development and Panchayati Raj; Shri @girirajsinghbjp Ji for substantially increasing the allocation of the Central funds to the State of West Bengal for the implementation of the Central… pic.twitter.com/5fEJvyeCoL
— Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) October 2, 2023
advertisement
advertisement
এছাড়া প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় যেখানে ইউপিএ আমলে বাংলাকে ৫,৪৩১ কোটি টাকা দেওয়া হয়েছিল, সেখানে নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার ১১,০৫১ কোটি টাকা পশ্চিমবঙ্গ সরকারকে অর্থ বরাদ্দ করেছে বলে সোশ্যাল মিডিয়ায় রীতিমতো পরিসংখ্যান দিয়ে তুলে ধরলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
advertisement
দিল্লিতে এদিন তৃণমূলের প্রতিবাদ কর্মসূচিকেও কটাক্ষ করে শুভেন্দু আগেই বলেছিলেন, ”যন্তরমন্তরে সারাদিন লাফান এপাং ওপাং ঝপাং, আমরা সবাই ড্যাং ড্যাং, আমরা সবাই কোলা ব্যাঙ যা খুশি তাই করুন। যন্তরমন্তরের ওখানে বিনীত গোয়েল, মনোজ মালোব্য, প্রবীণ ত্রিপাঠি নেই, ওখানে দিল্লি পুলিশ আছে তাই বুঝে শুনে করুন।”
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Oct 02, 2023 1:28 PM IST







