West Bengal Durga Puja 2023: পুজোর আগেই ভেসে যাওয়ার আশঙ্কা 'এই' জেলাগুলির! ছাড়া হচ্ছে জল, প্রবল বিপদ
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
West Bengal Durga Puja 2023: নিম্নচাপ ও ভরা কটালের জেরে সুন্দরবনের নামখানা ও কাকদ্বীপ ব্লকের দুটি এলাকায় বাঁধে বড়সড় ধস নামল।
অর্পণ চক্রবর্তী, দুর্গাপুর: দুর্গাপুর ব্যারেজ থেকে ৭৫ হাজার কিউসেক জল ছাড়া হয়েছে। ঝাড়খণ্ডে অতিবৃষ্টির কারণে মাইথন ও পাঞ্চেত জলাধার থেকে এক লক্ষ কিউসে জল ছাড়া হয়েছে। দুর্গাপুর ব্যারেজ থেকে ৭৫ হাজার কিউসেক জল ছাড়া হয়েছে। জল ছাড়ার পরিমাণ ধাপে ধাপে বাড়বে। প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে হাওড়া, হুগলি, বাঁকুড়া, দুই বর্ধমান সহ সাতটি জেলা সহ বাঁকুড়ার পার্শ্ববর্তী এলাকা।
এদিকে, নিম্নচাপ ও ভরা কটালের জেরে সুন্দরবনের নামখানা ও কাকদ্বীপ ব্লকের দুটি এলাকায় বাঁধে বড়সড় ধস নামল। আজ ভোরে ঝস নেমেছে নামখানা ব্লকের মৌসুনি দ্বীপের বাঘডাঙা জামালের ঘাটের কাছে চিনাই নদীর বাঁধে প্রায় ১৫০ মিটার কাঁচা মাটির বাঁধে ধস নামে। ধসের জেরে পাশের লোকালয়ে নোনা জল ঢোকার আশঙ্কা করছে বাসিন্দারা।
advertisement
advertisement
অন্যদিকে কাকদ্বীপ ব্লকের রামগোপালপুর পঞ্চায়েতের মন্দিরঘাট এলাকায় সপ্তমুখী নদীর বাঁধে গতকাল থেকে একাধিক অংশে ধস নেমেছে। বেশ কিছু অংশ ইতিমধ্যে নদীতে তলিয়ে গিয়েছে। ব্লক প্রশাসন ধস এলাকায় আপতকালীন মেরামতি শুরু করেছে।
আরও পড়ুন: ফের বিজেপির অসীম-অস্বস্তি! ২৪-এর ভোটে কি বঙ্গে বিজেপির হাত খালি? পোস্টে জোর জল্পনা
advertisement
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আগামী পরশু পর্যন্ত জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস আছে। নদীর জলস্তরও বাড়বে। সেক্ষেত্রে ধসের জেরে আতঙ্কিত সুন্দরবনের সাগর, নামখানা, কাকদ্বীপ, পাথরপ্রতিমা ও নদী তীরবর্তী এলাকার বাসিন্দারা।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 02, 2023 12:48 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Bengal Durga Puja 2023: পুজোর আগেই ভেসে যাওয়ার আশঙ্কা 'এই' জেলাগুলির! ছাড়া হচ্ছে জল, প্রবল বিপদ