West Bengal Durga Puja 2023: পুজোর আগেই ভেসে যাওয়ার আশঙ্কা 'এই' জেলাগুলির! ছাড়া হচ্ছে জল, প্রবল বিপদ

Last Updated:

West Bengal Durga Puja 2023: নিম্নচাপ ও ভরা কটালের জেরে সুন্দরবনের নামখানা ও কাকদ্বীপ ব্লকের দুটি এলাকায় বাঁধে বড়সড় ধস নামল।

বিপদের আশঙ্কা
বিপদের আশঙ্কা
অর্পণ চক্রবর্তী, দুর্গাপুর: দুর্গাপুর ব্যারেজ থেকে ৭৫ হাজার কিউসেক জল ছাড়া হয়েছে। ঝাড়খণ্ডে অতিবৃষ্টির কারণে মাইথন ও পাঞ্চেত জলাধার থেকে এক লক্ষ কিউসে জল ছাড়া হয়েছে। দুর্গাপুর ব্যারেজ থেকে ৭৫ হাজার কিউসেক জল ছাড়া হয়েছে। জল ছাড়ার পরিমাণ ধাপে ধাপে বাড়বে। প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে হাওড়া, হুগলি, বাঁকুড়া, দুই বর্ধমান সহ সাতটি জেলা সহ বাঁকুড়ার পার্শ্ববর্তী এলাকা।
এদিকে, নিম্নচাপ ও ভরা কটালের জেরে সুন্দরবনের নামখানা ও কাকদ্বীপ ব্লকের দুটি এলাকায় বাঁধে বড়সড় ধস নামল। আজ ভোরে ঝস নেমেছে নামখানা ব্লকের মৌসুনি দ্বীপের বাঘডাঙা জামালের ঘাটের কাছে চিনাই নদীর বাঁধে প্রায় ১৫০ মিটার কাঁচা মাটির বাঁধে ধস নামে। ধসের জেরে পাশের লোকালয়ে নোনা জল ঢোকার আশঙ্কা করছে বাসিন্দারা।
advertisement
advertisement
অন্যদিকে কাকদ্বীপ ব্লকের রামগোপালপুর পঞ্চায়েতের মন্দিরঘাট এলাকায় সপ্তমুখী নদীর বাঁধে গতকাল থেকে একাধিক অংশে ধস নেমেছে। বেশ কিছু অংশ ইতিমধ্যে নদীতে তলিয়ে গিয়েছে। ব্লক প্রশাসন ধস এলাকায় আপতকালীন মেরামতি শুরু করেছে।
আরও পড়ুন: ফের বিজেপির অসীম-অস্বস্তি! ২৪-এর ভোটে কি বঙ্গে বিজেপির হাত খালি? পোস্টে জোর জল্পনা
advertisement
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আগামী পরশু পর্যন্ত জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস আছে। নদীর জলস্তরও বাড়বে। সেক্ষেত্রে ধসের জেরে আতঙ্কিত সুন্দরবনের সাগর, নামখানা, কাকদ্বীপ, পাথরপ্রতিমা ও নদী তীরবর্তী এলাকার বাসিন্দারা।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Bengal Durga Puja 2023: পুজোর আগেই ভেসে যাওয়ার আশঙ্কা 'এই' জেলাগুলির! ছাড়া হচ্ছে জল, প্রবল বিপদ
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement