Biggest Shopping Mall in Kolkata: একবার ঘুরতেই দিন কাবার, কলকাতায় তৈরি শুরু 'বৃহত্তম' শপিং মলের! কোথায় হচ্ছে জানেন?

Last Updated:

Biggest Shopping Mall in Kolkata: এই মলটি কলকাতারই নয়, পূর্ব ভারতের বৃহত্তম শপিং মল হতে চলেছে।

প্রতীকী চিত্র
প্রতীকী চিত্র
কলকাতা: পূর্ব ভারতের সবচেয়ে বড় শপিং মল (Shopping mall) ফিনিক্স মার্কেট সিটি তৈরির পরিকল্পনা এবার বাস্তবে রূপ পাচ্ছে। এই বছর সেপ্টেম্বর থেকেই কলকাতায় শুরু হল এই বিরাট শপিং মলের নির্মাণ কাজ। আলিপুরের জাজেস কোর্ট রোডের কাছে এই শপিং মলটির নির্মাণ কাজ কয়েক সপ্তাহ আগে শুরু হয়েছে।
উল্লেখযোগ্য বিষয় হল, এই মলটি কলকাতারই নয়, পূর্ব ভারতের বৃহত্তম শপিং মল হতে চলেছে। আগামী বছরের দ্বিতীয়ভাগের মধ্যে মলের নির্মাণ কাজ শেষ করার পরিকল্পনা রয়েছে বলে জানা গিয়েছে।
advertisement
ঠিক কতটা বড় হচ্ছে এই শপিং মল? জানা গিয়েছে, শপিং মলটির আয়তন প্রায় ১০ লক্ষ স্কয়ার ফিট হতে চলেছে। মুম্বাইয়ের মল ডেভেলপার ফিনিক্স মিলস এবং কানাডা পেনশন প্ল্যান ইনভেস্টমেন্ট বোর্ড যৌথভাবে এই মল তৈরির কাজ করছে। নির্মাণকারী সংস্থা এই মলের জন্য জমি কিনেছিল ৩০০ কোটি বিনিয়োগ করে। কানাডা পেনশন প্ল্যান ইনভেস্টমেন্ট বোর্ড প্রায় ৫৬০ কোটি টাকা বিনিয়োগ করছে এই মল নির্মাণে।
advertisement
প্রসঙ্গত, ফিনিক্স মিলস লিমিটেড এর আগেও বহু মহানগরে বড় বড় মল তৈরি করেছে। যার মধ্যে রয়েছে চেন্নাই, বেঙ্গালুরু, পুনে, মুম্বাই, লখনউ, আগ্রা প্রভৃতি শহরে তারা আগে মল তৈরি করেছে। এছাড়াও, বহু আবাসন তৈরি করেছে এই সংস্থা। আর এবার কলকাতার এই শপিং মলটি তৈরি করছে এই সংস্থা। এই মল তৈরির জন্য পরিবেশগত ছাড়পত্র চেয়ে রাজ্যের কাছে আবেদন জানানো হয়েছিল। গত বছরের জুন মাসে ছাড়পত্র পেয়েছিল নির্মাতা সংস্থা। তারপরেই মল তৈরির প্রক্রিয়া শুরু করে দেয় সংস্থাটি।
advertisement
বিনিয়োগকারী সংস্থা কানাডা পেনশন প্ল্যান ইনভেস্টমেন্ট বোর্ড এই মলের ৪৯ শতাংশ অংশীদার হবে। আধুনিক জীবনে ওপেন পাবলিক স্পেসের ভাবনা অভিনব। এই পরিকল্পনা বেশি করে তুলে ধরা হবে বলেই চিন্তা করা হচ্ছে। আলিপুরের মত জায়গা বলেই বেহালা, হাওড়া এবং উত্তর কলকাতার মানুষ খুব সহজে পৌঁছতে পারবেন এই মলে।
বাংলা খবর/ খবর/কলকাতা/
Biggest Shopping Mall in Kolkata: একবার ঘুরতেই দিন কাবার, কলকাতায় তৈরি শুরু 'বৃহত্তম' শপিং মলের! কোথায় হচ্ছে জানেন?
Next Article
advertisement
West Bengal Weather Update: দক্ষিণবঙ্গের চার জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস ! পুজোতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
দক্ষিণবঙ্গের চার জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস ! পুজোতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • দক্ষিণবঙ্গের চার জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস !

  • পুজোতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement