দিঘা-শৌলা ২৯ কিলোমিটার দীর্ঘ মেরিন ড্রাইভকে পর্যটকের কাছে আকর্ষণীয় করে তোলার কাজও শুরু হয়েছে। ইতিমধ্যেই দিঘা-শঙ্করপুর এলাকায় মেরিন ড্রাইভের ধারে রাজ্যের সংস্কৃতি ও ঐতিহ্য এবং নানা জনমুখী প্রকল্প মডেল হিসেবে তুলে ধরা হয়েছে। দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদের উদ্যোগে কংক্রিটের সেই মডেলগুলি বসানো হয়েছে।
advertisement
আরও পড়ুনঃ চারিদিকে চাপ চাপ রক্ত-দলা দলা দেহের স্তূপ, কোনওমতে জানালা ভাঙেন ওঁরা! তারপর…
অন্যদিকে, দিঘায় প্রবেশপথ ‘গেট’ সংলগ্ন এলাকায় বাগান তৈরি হচ্ছে। প্রশাসন সূত্রে খবর দিঘাতে আরো আকর্ষণীয় করে তুলতে একাধিক কর্মযজ্ঞ শুরু হয়েছে। বর্ষা শুরুর আগেই ভোল পালটে যাচ্ছে দিঘার।পর্যটকররা যাতে বসেই সমুদ্র উপভোগ করতে পারে সেই ব্যবস্থাও করা হচ্ছে। তার জন্য মেরিন ড্রাইভের পাশে কাঠ ও কংক্রিটের চেয়ার বসানো হয়েছে।
বছরখানেক আগে মেরিন ড্রাইভের একটি লেনের কাজ শেষ হয়েছে। সম্প্রতি ডবল লেনের কাজ শুরু হয়েছে। বর্তমানে কাঁথির শৌলার দিক থেকে মন্দারমণির দিকে মেরিন ড্রাইভের ডবল লেনের কাজ জোরকদমে চলছে। মন্দারমণি পর্যন্ত কাজ হয়ে গেলে ওই দুই এলাকায় রাস্তা ডবল লেন ও চওড়া করা হবে। প্রসঙ্গত দিঘায় একধারে বিশ্ববাংলা পার্ক, মেরিন ড্রাইভ জগন্নাথ মন্দির, নেচার পার্ক, ঢেউ সাগর সহ অমরাবতী পার্ক সাজানোর চলছে।
অন্যদিকে, দিঘার গেট থেকে মেরিন ড্রাইভ পর্যন্ত নতুন করে বাগানের পাশাপাশি অন্যান্য মূর্তি বসিয়ে পর্যটকদের কাছে আরও আকর্ষণীয় করে তোলার উদ্যোগ নিয়েছে প্রশাসন। সব মিলিয়ে আগামী দিনের দিঘা পর্যটকদের কাছে আরো আকর্ষণীয় উঠবে বলে মনে করা হচ্ছে।
Saikat Shee





