এদিন ভোর চারট নাগাদ দিঘা নন্দকুমার ১১৬ বি জাতীয় সড়কের গয়াগিরি বাস স্টপেজের কাছে একটি আলু বোঝাই ট্রাক ও একটি সিমেন্ট কোম্পানির ট্রাকে সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের ফলে সঙ্গে সঙ্গেই দুটো গাড়ি আগুন লেগে যায় দাউদাউ করে জ্বলতে থাকে।
ঘটনাস্থলে আলু বোঝাই ট্রাকের ড্রাইভার গাড়ির মধ্যেই আগুনে পুড়ে মৃত্যু হয়। এছাড়াও আলু বোঝায় ট্রাকের খালাসী আগুনে পুুড়ে দ্রুত আহত অবস্থায় কাঁথি মহাকুমা হাসপাতালে ভর্তি।সিমেন্ট কোম্পানির ট্রাকের ড্রাইভার ও খালাসী দ্রুতই ঘটনাস্থল থেকে বেরিয়ে পালায়।
advertisement
আরও পড়ুন: একসঙ্গে ৩২ তৃণমূল নেতার ইস্তফা! অভিষেকের জনসংযোগ যাত্রার মধ্যে বিরাট চাপে শাসক দল
দুর্ঘটনা ঘটার সঙ্গে সঙ্গেই স্থানীয় মানুষজন ঘটনাস্থলে পৌঁছায়। কিন্তু দাউ দাউ করে জ্বলতে থাকার ট্রাকের কাছাকাছি যাওয়ার সাহস কেউ দেখায়নি। স্থানীয়রাই মারিশদা থানা ও দমকলে খবর দেয়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ দুর্ঘটনা ঘটার সঙ্গে সঙ্গেই খবর দেওয়া হলেও অনেক পরেই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এবং দমকল বাহিনী।
আরও পড়ুন: 'দাদাগিরি চলবে না!', সাহেবগঞ্জ ও সিতাই নিয়ে কড়া অভিষেক বন্দ্যোপাধ্যায়, নিজে দাঁড়িয়ে করাবেন ভোট
দমকল বাহিনী আসার আগেই আগুনে পুড়ে মারা যায় আলু বোঝাই ট্রাকের চালক। দমকলের একটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে প্রায় ঘন্টাখানেকের প্রচেষ্টায়। এই ঘটনার পর ভোর থেকে সকালবেলা পর্যন্ত যাওয়ার জাতীয় সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। সকাল দশটার পর যান চলাচল স্বাভাবিক হয়।
--------Saikat Shee