পাথরপ্রতিমার দিগম্বরপুর গ্রাম পঞ্চায়েত। কয়েক মাস আগেই পেয়েছে দেশের সেরা গ্রাম পঞ্চায়েতের শিরোপা। এবার রাজ্য সরকারও পিঠ চাপড়ে দিল। পঞ্চায়েতমন্ত্রী গিয়ে তৃণমূল পরিচালিত এই পঞ্চায়েতে প্রধানের হাতে তুলে দিলেন পুরস্কার।
২০০৯ সালে, আয়লা লন্ডভন্ড করে দিয়েছিল সুন্দরবনকে। তছনছ হয়েছিল এই দিগম্বরপুরও। সেখান থেকেই তারা ঘুরে দাঁড়িয়েছে। ২০১৭-’১৮ অর্থবর্ষে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে গ্রাম পঞ্চায়েতগুলি কীভাবে কাজ করেছে তার উপর ভিত্তি করেই প্রতিযোগিতা হয়। দেশের প্রায় আড়াই লক্ষ গ্রাম পঞ্চায়েতের মধ্যে একহাজার পঞ্চায়েতকে বেছে নেওয়া হয় ৷ যার মধ্যে বর্ধমান, বীরভূম এবং পুরুলিয়ার বেশ কয়েকটি গ্রাম পঞ্চায়েত বিশেষ পুরস্কার পায় ৷
advertisement
আরও পড়ুন
রেকর্ড করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডকে চিঠি দিল কংগ্রেস
একে সামনে রেখেই যাতে অন্য গ্রাম পঞ্চায়েতগুলি সফলভাবে প্রকল্প রূপায়নে করতে পারে, সে বিষয়েই জোর দিচ্ছে রাজ্য সরকার। সামনে লোকসভা ভোট। তৃণমূল চায় উন্নয়নকে হাতিয়ার করতে। এই পরিস্থিতিতে, গ্রামে গ্রামে উন্নয়ন প্রকল্পের কাজ ঠিক মতো হলে, তার সুফল পাবে গরিব মানুষ। যার ডিভিডেন্ড মিলতে পারে ভোটে।
আরও পড়ুন
ফের থমকে গেল শিক্ষক নিয়োগ, কাউন্সেলিং প্রক্রিয়ায় স্থগিতাদেশ হাইকোর্টের