ফের থমকে গেল শিক্ষক নিয়োগ, কাউন্সেলিং প্রক্রিয়ায় স্থগিতাদেশ হাইকোর্টের

Last Updated:
#কলকাতা: ফের থমকে গেল রাজ্যের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া ৷ কলকাতা হাইকোর্টে ধাক্কা এসএসসি-র ৷ উচ্চমাধ্যমিক স্তরে শিক্ষক নিয়োগে স্থগিতাদেশ হাইকোর্টের ৷ একাদশ, দ্বাদশে শিক্ষক নিয়োগের কাউন্সেলিং প্রক্রিয়ার উপর স্থগিতাদেশ জারি করল আদালত ৷ কমিশনের নিয়ম অনুযায়ী, পিডিএফ ফর্ম্যাটে চূড়ান্ত মেধাতালিকা প্রকাশের পরই কাউন্সেলিং হওয়ার কথা। তা না হওয়াতেই মামলা করেন পরীক্ষার্থীদের একাংশ।
ফের মামলার জটে রাজ্যের শিক্ষক নিয়োগ ৷ আবারও হাইকোর্টের তোপের মুখে এসএসসি ৷ নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ উঠল স্কুল সার্ভিস কমিশনের বিরুদ্ধে ৷ এদিন হাইকোর্টে শুনানিতে বিচারপতি শরাফের মন্তব্য, ‘মেধাতালিকা প্রকাশ না করে কিভাবে কাউন্সেলিংয়ের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হতে পারে! চূড়ান্ত মেধাতালিকা প্রকাশের পরই কাউন্সেলিংয়ে ডাকতে পারে কমিশন ৷ তা না করে নিয়মভঙ্গ করেছে SSC ৷’
advertisement
কমিশনের নিয়ম অনুযায়ী, এসএসসি-র ১২ নম্বর ধারায় বলা হয়েছে, আগে চূড়ান্ত মেধাতালিকা পিডিএফ ফর্ম্যাটে প্রকাশ করতে হবে ৷ তারপরই, কাউন্সেলিং প্রক্রিয়া শুরু করা যাবে ৷
advertisement
২০১৬ সালের একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগের জন্য কমিশন প্রকাশিত ৬ জুলাইয়ের কাউন্সেলিং বিজ্ঞপ্তির উপর স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট ৷ চূড়ান্ত মেধাতালিকা প্রকাশের পরই হতে পারে কাউন্সেলিং ৷
advertisement
দীর্ঘদিনের মামলার জট ছাড়িয়ে সদ্য শিক্ষক প্রক্রিয়ায় উদ্যোগী হয়েছিল এসএসসি ৷ সেই নিয়োগ প্রক্রিয়ার বিজ্ঞপ্তিকেই চ্যালেঞ্জ ছুঁড়ে কলকাতা হাইকোর্টে দায়ের হয় মামলা ৷ বেশ কয়েকজন চাকরিপ্রার্থী স্কুল সার্ভিস কমিশনের চুড়ান্ত মেধাতালিকা প্রকাশ না করেই কাউন্সেলিং-এর বিজ্ঞপ্তির বিরোধিতা করে আদালতের দ্বারস্থ হন ৷ সেই মামলার পরিপ্রেক্ষিতেই এই স্থগিতাদেশ ৷
আরও পড়ুন 
advertisement
২০১৬ সালে উচ্চমাধ্যমিক স্তরে শিক্ষক নিয়োগের জন্য পরীক্ষা নেওয়া হয় ৷ গত ৬ জুলাই এসএসসি বিজ্ঞপ্তি প্রকাশ করে আগামী ১৬-২১ জুলাই প্যানেলে নির্বাচিত প্রার্থীদের কাউন্সেলিং-এর জন্য ডাক দেয় ৷ মামলাকারীর বক্তব্য, উত্তীর্ণ পরীক্ষার্থীদের সম্পূর্ণ তালিকা প্রকাশ করা হোক ৷ একইসঙ্গে পিডিএফ ফর্ম্যাটে সমস্ত প্রার্থীর নাম এসএসসি-এর অফিসিয়াল সাইটে প্রকাশের দাবি করেছেন নিয়োগপ্রার্থী বিশ্বজিৎ পাল ৷ এবিষয়ে মামলাকারী তরফে হাইকোর্টের যুক্তি, ২০১৩ সালে শিক্ষক নিয়োগের মেধাতালিকা প্রকাশ করে এসএসসি ৷ তাহলে ২০১৮ সালে মেধাতালিকা প্রকাশ নয় কেন?
advertisement
আরও পড়ুন 
অনিশ্চয়তার দোলাচলে হাজার হাজার চাকরিপ্রার্থীর ভবিষ্যত ৷ এসএসসি শিক্ষক নিয়োগ নিয়ে ফের মামলার ফাঁসে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরে নিয়োগ বিলম্বিত হওয়ার আশঙ্কা ৷ তবে ভবিষ্যতে নিয়ম মেনে কাউন্সেলিং হলে তাতে আদালতের আপত্তি নেই বলে জানিয়েছেন বিচারপতি।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
ফের থমকে গেল শিক্ষক নিয়োগ, কাউন্সেলিং প্রক্রিয়ায় স্থগিতাদেশ হাইকোর্টের
Next Article
advertisement
Park Street Hotel Incident: হোটেলের ঘরে পচা গন্ধ, বক্স খাটের ভিতরে মিলল যুবকের দেহ! পার্ক স্ট্রিটে হাড় হিম করা ঘটনা
হোটেলের ঘরে পচা গন্ধ, বক্স খাটের ভিতরে মিলল যুবকের দেহ! পার্ক স্ট্রিটে হাড় হিম করা ঘটনা
  • পার্ক স্ট্রিটের হোটেলে রহস্য৷

  • ঘরের বক্স খাটের ভিতরে যুবকের দেহ৷

  • খুন বলেই অনুমান পুলিশের৷

VIEW MORE
advertisement
advertisement