আরও পড়ুনঃ ডায়াবেটিসের ‘রামবাণ’ এই ফলের খোসা! মন্ত্রের মত কমবে শর্করা, শরীর থেকে সহজেই ছুঁড়ে ফেলবে জেদি সুগার
আর তা নিয়ে দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছিল পর্যটক থেকে পর্যটকদের সঙ্গে যুক্ত ব্যবসায়ী থেকে স্থানীয় বাসিন্দারা। এ নিয়ে বারবার স্থানীয়দের দীর্ঘদিনের দাবি ছিল স্থায়ী তীর রক্ষা বাঁধের। অবশেষে প্রতীক্ষার অবসান হয়েছে কৈখালীতে তৈরি হচ্ছে উন্নততর বাঁধের। দীর্ঘদিন বুকের মধ্যে পুষে রাখা স্বপ্ন বাস্তবে রূপ পাচ্ছে তাই উচ্ছ্বসিত পর্যটক থেকে নদীর পাড়ের বাসিন্দারা। দেখা দিয়েছে তাদের মাঝে স্বস্তি। কৈখালী নদী পাড় এলাকায় গিয়ে দেখা যায়, বাঁধ নির্মাণে কাজ চলছে। তবে, বাঁধ নির্মাণে যেন কোনও অনিয়ম না হয় সেদিকে খেয়াল রাখার দাবি স্থানীয়দের। দীর্ঘদিনের প্রতীক্ষার পর তীর রক্ষা বাঁধের কাজ শুরু হয়েছে, ওই সমস্ত এলাকার বাসিন্দারা খুবই আনন্দিত। এখন নতুন করে বেঁচে থাকার স্বপ্ন দেখছে কৈখালী স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে কৈখালী পর্যটক ব্যবসার সাথে যুক্ত ব্যবসায়ীরা।
advertisement
আরও পড়ুনঃ ‘রাতের পর রাত শাহিদ…‘ অবশেষে সামনে এল শাহিদ-কারিনার বিচ্ছেদের আসল কারণ! চমকে উঠে ‘সত্য’
প্রসঙ্গত, রাজ্য সরকার এর আগেও কংক্রিটের বাঁধ করার কথা ঘোষণা করেছিল। তবে কবে হবে সেই মেয়ে একাধিকবার প্রশ্ন উঠেছিল। কিন্তু যেভাবে একের পরে প্রাকৃতিক দুর্যোগ আসতেই সমস্যায় পড়েন গ্রামবাসীরা। তবে এবার বড়সড় বিপদ হয়নি। তাই ভবিষ্যতে যাতে আর সমস্যা না হয়, তাই কংক্রিটের পাকা বাঁধ তৈরির কাজ শুরু হল।
সুমন সাহা





