গত সোমবার রাত থেকে ডায়মন্ড হারবার ২ নং ব্লকের চাঁদনগর মল্লিকপাড়া এলাকায় হঠাৎ ডায়রিয়ার প্রকোপ শুরু হয়। একের পর এক বাসিন্দা আক্রান্ত হতে থাকেন। পরে পরিবারের সদস্যরা চিকিৎসার জন্য সরিষা গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। ক্রমে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় বেশ কিছু আক্রান্তকে ডায়মন্ড হারবার জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। এমনকি অনেকেই বাড়িতেও চিকিৎসাধীন রয়েছে। একই পরিবারের একাধিক সদস্যরা ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন যা নিয়ে আতঙ্কে রয়েছেন এলাকার বাসিন্দারা।
advertisement
তবে হঠাৎ কেন এ ভাবেই গ্রামের মানুষজন ডায়রিয়াতে আক্রান্ত হচ্ছেন তার কারন কেউ বুঝে উঠতে পারছেন না। অবশ্য গ্রামের মানুষজন হাসপাতালে গিয়ে চিকিৎসা পাচ্ছেন না এমনটাই অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেন।
আরও পড়ুনঃ নজিরবিহীন! হুবহু এক চেহারা, জাতীয় চ্যাম্পিয়নশিপে ট্রিপলেট গার্লের নজরকাড়া সাফল্য
আরও পড়ুনঃ সেই রংমিলান্তি পোশাকে হঠাৎ কোথায় গেলেন শোভন-বৈশাখী? সঙ্গে কে? তোলপাড় বাংলা
তবে ডায়মন্ড হারবার স্বাস্থ্য জেলার মূখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ জয়ন্ত সুকুল জানান, তীব্র গরমে জনজীবনে নানান সমস্যা দেখা দিতে পারে সেজন্যই ব্লক স্বাস্থ্য আধিকারিকদেরকে সতর্ক করে এলাকায় নজর রাখতে বলা হয়েছে। পাশাপাশি তীব্র গরমে কোনও এলাকায় যদি সমস্যা দেখা যায় তার জন্য সবরকম প্রস্তুতি রাখা রয়েছে স্বাস্থ্য দফতরের তরফে।
তবে ডায়মন্ড হারবারের চাঁদনগর মল্লিকপাড়ার ঘটনা নজরে রাখা হয়েছে। ইতিমধ্যেই ব্লক স্বাস্থ্য আধিকারিকের নেতৃত্বে একটি প্রতিনিধি দল গ্রামে পাঠানো হয়েছে। কি কারণে এলাকায় ডায়রিয়ার প্রকোপ দেখা দিয়েছে তা খতিয়ে দেখার পাশাপাশি সামগ্রিক ঘটনার উপর নজর রাখা হচ্ছে বলেও জানান জেলা স্বাস্থ্য আধিকারিক।
আনিশ উদ্দিন মোল্লা