এই ডায়রিয়ার ঘটনায় আক্রান্তদের মধ্যে কয়েকজন বর্তমানে মানবাজার গ্রামীণ হাসপাতাল ও পুঞ্চা গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার জেরে ইতিমধ্যেই এক বৃদ্ধের মৃত্যুর খবর পাওয়া গেছে। এরপরই পাথরকাটা গ্রামে যান মানবাজার-১ ব্লকের বিডিও দেবাশিস ধর ও পঞ্চায়েত সমিতির সভাপতি সবিতা মুদি।
আরও পড়ুন: রেল লাইনের ধার দিয়ে হাঁটছিলেন, তীব্র গতিতে এসে দূরপাল্লার ট্রেনের ধাক্কা!
advertisement
এই প্রসঙ্গে বিডিও দেবাশিস ধর জানান, মৃত ব্যক্তির নাম লোম্বস হেমব্রম (৭২)। ডায়েরিয়া আক্রান্ত হয়ে তিনি মানবাজার গ্রামীণ হাসপাতালে ভর্তি হন। সেখানেই মৃত্যু হয় তাঁর। বিডিও জানান, ওনারা গ্রামের সোলার পাম্পের এবং একটি টিউবকলের জল খেয়েছেন। আমরা প্রাথমিকভাবে অনুমান করছি সেই জল থেকেই ডায়েরিয়ার প্রকোপ দেখা দিয়েছে। আমরা গ্রামে গিয়ে গ্রামবাসীদের আপাতত সেই জল খেতে নিষেধ করেছি।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এদিন মানবাজার ব্লক প্রশাসনিক আধিকারিকদের পাশাপশি স্বাস্থ্য দফতরের আধিকারিক ও কর্মীরাও গ্রামে পৌঁছান। পানীয় জল থেকে শুরু করে গ্রামের পুকুরের জল সমস্ত কিছুই পরীক্ষা নিরীক্ষা করেন। প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। স্বাস্থ্য দফতরের তরফেও গ্রামে নজরদারি ও সচেতনতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।