জানা গিয়েছে, বিহারের বাসিন্দা মৌনফ পার্সে ওরফে বাবু নামের ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। এই বিষয়ে ডায়মন্ড হারবার পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মিতুন কুমার দে জানান, বিহারের বাসিন্দা কর্মসূত্রে বজবজে থাকেন। দিল্লি বিস্ফোরণের পর এলাকায় নাকা চেকিং বাড়ানো হয়। তারপরেই সামনে এসেছে এই ঘটনা।
আরও পড়ুন : লাঠি উঁচিয়ে দেখাতেই তেড়ে এল গণ্ডার, কামড়ে নিয়ে চলে গেল দুটো আঙুল! ভাবলেই গায়ে কাঁটা দিচ্ছে বৃদ্ধার
advertisement
জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ আগ্নেয়াস্ত্র ও বেশ কয়েক রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে। পাশাপাশি অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। ধৃতকে আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ। অন্যদিকে কোথা থেকে এবং কেন আগ্নেয়াস্ত্রগুলি আনা হয়েছিল, অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করে তারও তদন্ত শুরু করেছে পুলিশ।
আরও পড়ুন : বাঁচার তাগিদে বাঘের সঙ্গে মরণপণ লড়াই, কিন্তু শেষ রক্ষা হল না! কাঁকড়া ধরতে গিয়ে প্রাণ গেল মৎস্যজীবীর
এলাকা জুড়ে এই ঘটনার পরে স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে। অন্যদিকে গোয়েন্দাদের নজরদারি আরও জোরদার করা হয়েছে। এই ঘটনার সঙ্গে বড় কোনও চক্র জড়িয়ে থাকতে পারে বলেও অনুমান করছেন অনেকে। ফলে সেই দিকটিও খতিয়ে দেখা হচ্ছে। অন্যদিকে ধৃতের কাছ থেকে আরও তথ্য উদ্ধারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।
