Tiger Attack : বাঁচার তাগিদে বাঘের সঙ্গে মরণপণ লড়াই, কিন্তু শেষ রক্ষা হল না! কাঁকড়া ধরতে গিয়ে প্রাণ গেল মৎস্যজীবীর

Last Updated:

Tiger Attack : জঙ্গলে কাঁকড়া ধরতে গিয়ে বাঘের আক্রমণে মৃত্যু হল এক মৎস্যজীবীর। বাঁচার জন্য প্রাণপনন লড়াই করেও শেষরক্ষা হল না।

কান্নায় ভেঙে পড়েছে পরিবারের সদস্যরা (ইনসেটে মৃত ব্যক্তি)
কান্নায় ভেঙে পড়েছে পরিবারের সদস্যরা (ইনসেটে মৃত ব্যক্তি)
সুন্দরবন, দক্ষিণ ২৪ পরগনা সুমন সাহা : সুন্দরবনের জঙ্গলে লুকিয়ে থাকে অজানা বিপদ। বিপদ জেনেও পেটের টানে নিজের জীবনের ঝুঁকি নিয়ে বহু মৎস্যজীবী সুন্দরবনে মাছ ধরতে যান। সংসারের হাল ধরার জন্য সুন্দরবনের গভীর জঙ্গলে কাঁকড়া ধরতে গিয়েছিলেন কুলতলি ব্লকের দেউলবাড়ী দেবীপুকুর গ্রাম পঞ্চায়েতের কাঁটামারি এলাকার বাসিন্দা বছর ৩২ এর শম্ভু সর্দার।
গত রবিবার সকালে কুলতলির কাটামারি নদীঘাট থেকে অমৃত সর্দারের নৌকা নিয়ে তিন সঙ্গীর সঙ্গে কাঁকড়া ধরতে সুন্দরবনের জঙ্গলে গিয়েছিল শম্ভু সরদার। সোমবার সকালে কাঁকড়া ধরার সময় জঙ্গল থেকে রয়েল বেঙ্গল টাইগার ঝাঁপ দেয় শম্ভু সর্দারের ওপর। এরপর আতঙ্কের চিৎকার শুরু করে দেন তাঁর সঙ্গে থাকা দুই সঙ্গী।
আরও পড়ুন : ভিআইপি রোডে চলন্ত অ্যাপ ক্যাবে দাউদাউ করে আগুন, লাফিয়ে নামলেন যাত্রী, চালক! কোনওমতে প্রাণ রক্ষা
যদিও বাঁচার তাগিদে শম্ভু সরদার বাঘের সঙ্গে মরণপণ লড়াই করেন। কিন্তু শেষ রক্ষা হয় নি। পরে জঙ্গল থেকে মৃতদেহটি উদ্ধার করে পুলিশ। পরিবার সূত্রে জানা গিয়েছে, বহু বছর আগে শম্ভুর স্ত্রী মারা গিয়েছেন। বাড়িতে রয়েছেন বৃদ্ধ বাবা-মা ও তাঁর দুই ছোট সন্তান। হঠাৎ এই মৃত্যুর ঘটনায় ভেঙে পড়েছে পুরো পরিবার। সন্ধ্যায় গ্রামের বাড়িতে ফিরিয়ে নিয়ে আসে।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। সুন্দরবনে এমন মর্মান্তিক ঘটনা চলতি বছরে প্রথম নয়। এবছরও আরও একাধিক এমন মর্মান্তিক ঘটনার সাক্ষী হয়েছে একাধিক পরিবার। এদিকে দারিদ্রসীমার নিচে থাকা ওই পরিবারগুলির একমাত্র ভরসাও ছিলেন এই মৎসজীবীরাই। বলার অপেক্ষা রাখে না, এমন ঘটনার পর কী নিদারুণ কষ্টের মধ্যে দিয়ে তাঁদের দিন কাটাতে হবে!
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Tiger Attack : বাঁচার তাগিদে বাঘের সঙ্গে মরণপণ লড়াই, কিন্তু শেষ রক্ষা হল না! কাঁকড়া ধরতে গিয়ে প্রাণ গেল মৎস্যজীবীর
Next Article
advertisement
West Bengal Weather Update: ধীরে ধীরে কিছুটা বাড়বে তাপমাত্রা, কুয়াশাচ্ছন্ন থাকবে আকাশ, জেনে নিন আবহাওয়ার আপডেট
ধীরে ধীরে কিছুটা বাড়বে তাপমাত্রা, কুয়াশাচ্ছন্ন থাকবে আকাশ, জেনে নিন আবহাওয়ার আপডেট
  • ধীরে ধীরে কিছুটা বাড়বে তাপমাত্রা

  • কুয়াশাচ্ছন্ন থাকবে আকাশ

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement