দুর্ঘটনার খবর পাওয়ার পর ঘটনাস্থলে পৌঁছায় ডায়মন্ড হারবার থানার পুলিশ। তারাই দুজনকে উদ্ধার করে ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসকেরা প্রীতমকে মৃত বলে ঘোষণা করেন।
advertisement
প্রসেনজিতের অবস্থার অবনতি হওয়ায় তাঁকে কলকাতার হাসপাতালে রেফার করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, বাড়ির সামনে জাতীয় সড়কের পাশে ফুটপাতে বাবা এবং ছেলে টোটো সারাচ্ছিলেন। সেই সময়ে দ্রুত গতিতে আসা একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাঁদের ধাক্কা মারে। ঘটনাস্থলেই মারা যান প্রীতম।
আরও পড়ুনঃ চলন্ত সাইকেল থেকে পড়ে নিমেষে শেষ তরুণ তাজা প্রাণ! হঠাৎ হল টা কী? মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশায় পরিবার
ঘটনার পরেই ট্রাক চালক পালিয়ে গিয়েছে। তার খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। নিহত প্রীতমের পরিবারের পক্ষ থেকেও ইতিমধ্যে ট্রাক চালকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। দুর্ঘটনার কারণও খতিয়ে দেখা হচ্ছে। পুলিশের প্রাথমিক তদন্তে অনুমান, ট্রাক চালক নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাটি ঘটিয়েছেন।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়। স্থানীয়দের অভিযোগ, এই এলাকায় মাঝে মধ্যেই দ্রুত গতির গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা ঘটায়। ফলে আরও সতর্ক হওয়ার প্রয়োজন। এছাড়াও রাস্তায় স্পিড ব্রেকার বাড়ালে এই সমস্যার হাত থেকে রেহাই পাওয়া যাবে বলে মত তাদের। ট্রাক ড্রাইভারকে ধরার দাবি জানিয়েছেন সকলেই। পুলিশ গোটা ঘটনাটি খতিয়ে দেখছে।






