দীর্ঘ প্রতিক্ষার অবসান ঘটল। অবশেষে মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমা হাসপাতালে পাঁচ সজ্জা বিশিষ্ট ডায়ালাইসিস ইউনিট চালু করা হল। আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুতির ছাপঘাটি ময়দান থেকে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। এবার রোগীদের কথা মাথায় রেখেই ডায়ালাইসিস ইউনিট চালু করা হল। উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ সন্দীপ সান্যাল। এছাড়াও উপস্থিত ছিলেন কান্দি বিধায়ক অপূর্ব সরকার, কান্দি মহকুমা শাসক উৎকর্ষ সিং। কান্দি মহকুমার বাসিন্দারা দীর্ঘদিন ধরেই দাবি ছিল একটি ডায়লিসিস ইউনিটের। কিডনি সংক্রান্ত রোগীদের ডায়ালাইসিস করানোর জন্য ছুটে যেতে হত সিউড়ি অথবা বহরমপুরে। ফলে আর ছুটে যেতে হবে না দূরে কোথাও, কান্দিতেই এই ডায়ালাইসিস পরিষেবা মিলবে সম্পূর্ণ বিনামূল্যে। দিনে পাঁচটি সিফটে এই ডায়ালাইসিস পরিষেবা মিলবে রোগীদের বলেই জানা গিয়েছে।
advertisement
আরও পড়ুন: বর্ষার আগে বিরাট কাজ সেরে ফেলল বহরমপুর পৌরসভা! এবার তুমুল বৃষ্টিতে শান্তিতে ঘুমাতে পারবেন বাসিন্দারা
ডায়াইলাসিস একটি ব্যয়বহুল চিকিৎসা, নির্দিষ্ট কয়েকদিন অন্তর ডায়ালাইসিস প্রয়োজন হয় রোগীর। সাধারণ মধ্যবিত্ত পরিবারে এই চিকিৎসা খরচ যোগাতে হিমশিম খেতে হয়। এই চড়া মূল্যের বাজারে বেসরকারি হাসপাতালে চিকিৎসা পরিষেবা গ্রহণ করা বহু মানুষের কাছে অসাধ্য প্রায়। সেই দিক থেকে সরকারি চিকিৎসা ব্যবস্থার দিকেই তাকিয়ে থাকতে হয় বহু পরিবারকে। এবার মুর্শিদাবাদ জেলার মানুষের কাছে চিকিৎসায় আরও সুবিধাজনক পরিষেবা।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
মুর্শিদাবাদ জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ সন্দীপ সান্যাল জানিয়েছেন, “আজ থেকে ডায়ালাইসিস ইউনিটে ২৪ ঘণ্টা পরিষেবা পাবেন সাধারণ মানুষ। কিডনির অসুখে যে সমস্ত রোগীরা ভুগছেন তাঁদেরকে আর ডায়ালাইসিস পরিষেবা নেওয়ার জন্য বহরমপুরে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে বা কলকাতার সরকারি হাসপাতালগুলিতে যেতে হবে না। সরকারি খরচে কান্দি হাসপাতালেই তাঁরা ডায়ালিসিস পরিষেবা পাবেন।”
কৌশিক অধিকারী