TRENDING:

Dharma Thakur: ধর্ম ঠাকুরের পুজোয় মাতল জেলা

Last Updated:

Dharma Thakur: ধর্ম ঠাকুর হলেন হিন্দু লৌকিক দেবতা। তিনি ধর্মরাজ নামে পরিচিত। অনেকে বলেন, যমের একটি রূপ হলেন ধর্মরাজ

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দক্ষিণ ২৪ পরগনা: এই বাংলায় বহু লোকায়ত পুজো প্রচলিত। বিশেষ করে দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন এলাকায় লোকায়ত দেবতাদের পুজো আজও মহাসমারোহে হয়ে থাকে। তেমনই একজন লৌকিক দেবতা হলেন ধর্ম ঠাকুর। তাঁর‌ই পুজোয় মেতেছে দক্ষিণ বারাসতের বাসিন্দারা।
ধর্ম ঠাকুর
ধর্ম ঠাকুর
advertisement

ধর্ম ঠাকুর হলেন হিন্দু লৌকিক দেবতা। তিনি ধর্মরাজ নামে পরিচিত। অনেকে বলেন, যমের একটি রূপ হলেন ধর্মরাজ। যে এলাকায় ধর্ম ঠাকুরের মন্দির থাকে সেই জায়গাটাকে ধর্মতলা বলা হয়। সুন্দরবনের পাশাপাশি দক্ষিণ ২৪ পরগনার শহরতলীর বিভিন্ন জায়গাতেও ধর্ম ঠাকুরের পুজো প্রচলিত।

আরও পড়ুন: সাত সকালে স্টেশনে গিয়েই বীভৎস দৃশ্যের মুখোমুখি! রেল লাইনের দিকে তাকাতেই…

advertisement

মূলত জৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে ধর্ম ঠাকুরের বিশেষ পুজো হয়। সেই রীতি মেনে বৌদ্ধ পূর্ণিমার দিন ধর্ম পুজো আয়োজিত হয় বিভিন্ন জায়গায়। মূলত সমাজের নিচু বর্ণের মানুষরা মধ্যে এই পুজোর প্রচলন করেছিলেন। তবে আজকাল বর্ণের বাধা পেরিয়ে সমাজের সব শ্রেণির মানুষই ধর্ম পুজোয় মেতে ওঠেন। দক্ষিণ ২৪ পরগনার জয়নগর থানা এলাকার দক্ষিণ বারাসতে ধর্ম ঠাকুর মন্দিরে এদিন সকাল থেকে হাজার হাজার মানুষ পুজো দিতে আসেন। রাঢ় অঞ্চলের পোড়ামাটির ও কাঠের তৈরি ঘোড়া দিয়েই ধর্ম ঠাকুরের পুজো করা হয়। কিন্তু এখন সেই ধর্ম ঠাকুরের রূপ দেওয়া হয়েছে, বাহন হিসাবে আছে ঘোড়া।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

সুমন সাহা

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Dharma Thakur: ধর্ম ঠাকুরের পুজোয় মাতল জেলা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল