TRENDING:

Dhanteras 2025: আকাশছোঁয়া সোনার দাম! ধনতেরাসে কি এবার বিক্রি কম? নাকি সোনা কেনার ধুম? উত্তর জানলে চমকে যাবেন

Last Updated:

Dhanteras 2025: ধনতেরাসে সোনা কেনার ধুম নাকি দামের চাপে সোনা কেনা বাদ? কী বলছেন ক্রেতা-বিক্রেতারা? জানুন

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুর্শিদাবাদ, কৌশিক অধিকারী: শনিবার ধনতেরাস। এই দিন নাকি সোনা ও রুপো কেনার দিন। তাই তার আগে মুর্শিদাবাদের বিভিন্ন জায়গায় সোনার কাজের সঙ্গে যুক্ত কর্মীরা এখন ডিজাইন তৈরি গড়তে ব্যস্ত। নাওয়া-খাওয়া ভুলে এখন কাজ করছেন তারা। বিভিন্ন রকমের সোনার ও রুপোর জিনিস তৈরি করা হচ্ছে।
advertisement

শনিবার নির্দিষ্ট সময়ে সোনা ও রুপো কিনবেন ক্রেতারা। তাই ক্রেতাদের মন জোগানোর জন্য এই কাজ করা হচ্ছে বলে জানান কারিগররা। কালীপুজো পর্যন্ত চলবে এই কাজ বলেই জানান কারিগররা। কারিগরদের কথায়, এ বছর চাহিদাও তুঙ্গে সোনার। ১ লক্ষ ১৫ হাজার টাকার বেশি ১০ গ্রাম সোনার দাম। দাম বৃদ্ধি হলেও ধনতেরাসের পুরুষের চাহিদা মুম্বই চেন, গোট চেন-সহ বিভিন্ন চেনের।

advertisement

আরও পড়ুন: ৪২-এ ফের অন্তঃসত্ত্বা ভারতী সিং, বিদেশে গিয়ে ভ্রুণের লিঙ্গ পরীক্ষা করিয়েছেন? কী জানালেন কমেডিয়ান?

তবে সোনার দাম বৃদ্ধি হলেও এবছর বাজার ও বেশ ভাল বলেই জানাচ্ছেন কারিগর সুদীপ মণ্ডল। অন্য এক কারিগর জানান, বাড়ির গৃহবধূ থেকে মহিলা সকলেই সোনার প্রতি বেশি আকর্ষণ থাকে। মহিলাদের জন্য বিভিন্ন ডিজাইনের সোনার চাহিদা থাকে তুঙ্গে। তবে এবছর দাম বৃদ্ধির কারণে বাজারে ভাঁটা পড়তে পারে। তবে মহিলাদের চোকার থেকে শাঁখা ও পলা বাঁধানো বিভিন্ন রকমের ডিজাইন তৈরি করা হচ্ছে বলেই জানান কারিগর উজ্বল। এমনকী ছোট ছোট সোনার গয়না নজর কাড়ছে সকলের।

advertisement

View More

আরও পড়ুন: রাত নামলেই ঘরে ঢুকে বিরক্ত করে, আলো নিভলেই ‘মৃত্যু’ শ্যামাপোকার! কী খায় এই পোকা? জানলে চমকে যাবেন

যদিও স্বর্নব্যবসায়ীরা জানান, বড় বড় শোরুমের কারণে ছোট ছোট দোকান ক্ষতিগ্রস্ত হচ্ছে। তবে এবছর সোনার বিভিন্ন রকমের সাজের পাশাপাশি, রুপোর চাহিদাও তুঙ্গে। রুপোর তৈরি এবছর শোপিস নিয়ে আসা হয়েছে বাজারে। বিভিন্ন রকমের রুপোর ছোট ছোট ঠাকুর নিয়ে আসা হয়েছে চাহিদা অনুযায়ী, ধনতেরাসের জন্য বলেই জানান ব্যবসায়ীরা। কথিত আছে, ধনতেরাসের দিন বা তার আগে থেকেই সোনা কেনার রেওয়াজ রয়েছে। সোনা ক্রয় করার আগে কমপক্ষে পাঁচটি বিষয়ের দিকে আরও ভাল করে নজর দিতে হবে। পাথর সেটিং, হিরের গয়না তৈরিতে সাধারণত ১৮ ক্যারেটের সোনা ব্যবহার করা হয়।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দীপাবলির আগে ক্রেতাদের উদ্দেশে বার্তা বাজি ব্যবসায়ীদের! সরকারের ভূমিকা নিয়েও বিরাট মন্তব্য
আরও দেখুন

একেবারে খাঁটি সোনা এতটাই নরম হয় যে তা দিয়ে গয়না বানানো যায় না। ফলে গয়নার সোনা পুরোপুরি খাঁটি হয় না। সোনার সঙ্গে অন্য কী ধাতু মেশানো হচ্ছে তার উপর নির্ভর করেই সোনার রং বদলে যায়। ফলে সোনা কেনার ক্ষেত্রে প্রতারিত হওয়া মোটেই কাঙ্খিত নয়। তাই ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডসের সার্টিফাই করা সোনা কেনা উচিত। এছাড়াও, সবসময় হলমার্ক করা সোনা কিনুন। হলমার্ক সার্টিফিকেশন সোনার বিশুদ্ধতা নিশ্চিত করে। সবচেয়ে বিশুদ্ধ সোনা হল ২৪ ক্যারেট সোনা। কিন্তু এই সোনা দিয়ে সবসময় গয়না তৈরি করা হয় না। ২২ ক্যারেট এবং ১৮ ক্যারেট সোনা দিয়েই গয়না তৈরি হয়। সোনা কেনার আগে অবশ্যই ক্যারেট জেনে নিন।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Dhanteras 2025: আকাশছোঁয়া সোনার দাম! ধনতেরাসে কি এবার বিক্রি কম? নাকি সোনা কেনার ধুম? উত্তর জানলে চমকে যাবেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল