তবে ২৫ শ্রাবণ কেন? নেপথ্যে আছে বড় ইতিহাস। সাধারণত শ্রাবণ মাসের সোমবার গুলিতে বেশি ভিড় হয় ভক্তদের। কিন্তু বর্ধমান থেকে কয়েক হাজার ভক্ত কাটোয়া থেকে জল নিয়ে গিয়ে ২৫ তারিখ জল ঢালেন। ১৯৭২ সালে আবির্ভূত হন বর্ধমানেশ্বর বা মোটাবাবা। সেই উপলক্ষেই প্রতি বছর ২৫ শ্রাবণ বাবার আবির্ভাব দিবস পালন করা হয়। এই আবির্ভাব দিবসে প্রতিবছর কয়েক হাজার ভক্ত সমাগম হয়।
advertisement
এক ভক্ত জানান, “বর্ধমানেশ্বরের অবির্ভাব দিবস উপলক্ষে প্রতিবছর ২৪ তারিখ এসে জল নিয়ে গিয়ে ২৫ তারিখ জল ঢালি। বছর বছর ধরে এই নিয়মই চলে আসছে। এ দিন দেখা গিয়েছে, বর্ধমান থেকে কাটোয়ায় জল নিতে আসা এই ভক্তদের জন্য কাটোয়া পৌরসভার তরফে নেওয়া হয়েছে বিশেষ উদ্যোগ। ভক্তদের জন্য ঘাটের কাছেই স্বাস্থ্য শিবিরের ব্যবস্থা করেছে কাটোয়া পৌরসভা। বিভিন্ন স্বাস্থ্য কর্মী এবং আশা কর্মীদের এই কাজের দায়িত্ব দিয়েছে কাটোয়া পৌরসভা।
এক স্বাস্থ্যকর্মী জানান, কাটোয়া পুরসভার উদ্যোগে এই শিবিরের আয়োজন করা হয়েছে। এই ক্যাম্প রাত ১০টা থেকে সাড়ে ১০’টা পর্যন্ত চলবে। ভক্তদের যাতে কোনওরকম শারীরিক অসুবিধা না হয় সেই কারণেই এই শিবিরের আয়োজন। প্রতিবছর ভক্তদের কথা মাথায় রেখে কাটোয়া পুরসভার তরফে এই স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। পাশাপাশি কাটোয়া থানার তরফ থেকেও পুলিশকর্মীরা রয়েছে, প্রথম থেকেই চালানো হচ্ছে কড়া নজরদারি। এবারে যেহুতু ভাগীরথী নদীর জল অনেকটাই বেড়েছে সেকারণে বাঁশের ব্যারিকেড করে স্নান ঘাট ঘিরেও রাখা হয়েছে ভক্তদের নিরাপত্তার জন্য। বর্তমানে বহু ভক্তের ভিড় রয়েছে এলাকায়, বিকেলের দিকে ভিড় আরও বাড়বে।