লক্ষ্মীপুজো উপলক্ষে বিভিন্ন প্রান্তের দর্শনার্থীরা ধীবর সমিতির দুর্গামন্দিরে ভিড় করেন। রকমারি আলোর সাজে সেজে ওঠে ধীবর সমিতির মন্দির। এই বিষয়ে ধীবর সমিতির সম্পাদক চন্দ্রচূড় ধীবর বলেন, নিয়ম মেনে দুর্গাপুজোর পাশাপাশি লক্ষ্মীপুজো করা হয়। মন্দিরে বহু মানুষের সমাগম হয়। বিভিন্ন গ্রাম থেকেও অনেকে তাঁদের লক্ষ্মীপুজো দেখতে আসেন। এছাড়াও তিনি বলেন, পুলিশ প্রশাসনের সহযোগিতায় এই বছর তাঁরা সুষ্ঠুভাবে আতশবাজি প্রদর্শন করতে পেরেছেন।
advertisement
ধীবর সমিতির মন্দিরে আসা দর্শনার্থীরা এই বিষয়ে বলেন, দুর্গাপুজোর মতোই তাঁরা প্রতিবছর লক্ষ্মীপুজোয় এই মন্দিরে আসেন। এখানে ধুমধাম করে দেবীর আরাধনা হয়। মনে হয় যেন দুর্গাপুজোর আমেজ রয়েছে। খুবই মজা করছেন বলে জানান তাঁরা।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
বিগত ৯৯ বছর ধরে দুর্গাপুজোর পাশাপাশি ধুমধাম করে লক্ষ্মীপুজো করছে পুরুলিয়ার জেলেপাড়া ধীবর সমিতি। তাঁরা মন্দির প্রাঙ্গনে আতশবাজি প্রদর্শন করেন। এই লক্ষ্মীপুজোকে কেন্দ্র করে সকলের মধ্যে আলাদা উচ্ছ্বাস লক্ষ্য করা যায়।