Lakshmi Puja: লক্ষ্মীপুজোয় চোখধাঁধানো থিম-আকর্ষণীয় প্রতিমা! উপচে পড়ছে দর্শনার্থীদের ভিড়, আলোয় ঝলমলে গঙ্গাধরপুরের ছবি দেখুন
- Published by:Sneha Paul
- hyperlocal
- Reported by:RAKESH MAITY
Last Updated:
Gangadharpur Lakshmi Puja: লক্ষ্মীপুজোর সময় গ্রামের ঘরে ঘরে আত্মীয়স্বজনে ভরে ওঠে। মণ্ডপ ও প্রতিমা দর্শন করতে পার্শ্ববর্তী গ্রাম থেকে পুজোর দিন এবং পরেরদিন সন্ধ্যায় দর্শনার্থীরা ভিড় করেন। এবারের পুজোর দিন সন্ধ্যাতেও গঙ্গাধরপুর গ্রাম জুড়ে দর্শনার্থীদের ঢল দেখা গেল।
কোজাগরী লক্ষ্মীপুজোয় গঙ্গাধরপুরে চেনা ছবি। লক্ষ্মীপুজোর সন্ধ্যা মানে গ্রামের রাস্তায় উপচে পড়ে দর্শনার্থীর ভিড়। দুর্গাপুজো বাঙালির সবচেয়ে বড় উৎসব হলেও এই গ্রাম অন্ধকারাচ্ছন্ন হয়ে থাকত। কয়েক বছর আগে অবধি দুর্গা ঠাকুর দেখতে হলে পার্শ্ববর্তী গ্রামে যেতে হত। তবে হাওড়ার গঙ্গাধরপুর গ্রামে প্রধান উৎসব লক্ষ্মীপুজো। সারাবছরের অপেক্ষা শেষে লক্ষ্মীপুজোয় আলোয় ঝলমল করে উৎসবে মেতে উঠত গোটা গ্রাম। (ছবি ও তথ্যঃ রাকেশ মাইতি)
advertisement
গ্রামে দুর্গাপুজোর চল ছিল না। নতুন করে দুর্গাপুজো হলেও এখানকার প্রধান উৎসব লক্ষ্মীপুজো। এই গ্রামে দুর্গাপুজোর কিছুদিন আগে থেকে লক্ষ্মীপুজোর প্রস্তুতি চলে। গ্রামের কয়েকশো মিটারের মধ্যে ১২-১৫টি মণ্ডপ ও প্রতিমা রয়েছে। পুজো উদ্যোক্তাদের হাতে অধিকাংশ মণ্ডপ সেজে ওঠে। এই সমস্ত মণ্ডপ এবং প্রতিমা দেখতেই মানুষের ঢল নামে।
advertisement
advertisement
লক্ষ্মীপুজোর সময় গ্রামের ঘরে ঘরে আত্মীয়স্বজনে ভরে ওঠে। মণ্ডপ ও প্রতিমা দর্শন করতে পার্শ্ববর্তী গ্রাম থেকে পুজোর দিন এবং পরেরদিন সন্ধ্যায় দর্শনার্থীরা ভিড় করেন। যুগের সঙ্গে তাল মিলিয়ে বিভিন্ন উৎসব আরও জৌলুসময় হয়ে উঠেছে। দু'দশক আগে এই গ্রামে দুর্গাপুজোর সূচনা হয়েছে। তাতে ক্রমশ লক্ষ্মীপুজোর জৌলুস ফিকে হয়ে পড়ে ও মানুষের আগ্রহ কম হয়। পুজোর সন্ধ্যায় সেভাবে মানুষের ভিড় লক্ষ্য করা যায়নি। কিন্তু গত বছর থেকে আবারও মানুষের ভিড় চোখে পড়ছে। এবারের পুজোর দিন সন্ধ্যাতেও গ্রাম জুড়ে দর্শনার্থীদের ঢল দেখা গেল।
advertisement
গঙ্গাধরপুর গ্রামে লক্ষ্মীপুজোর ঐতিহ্য ৫০-৬০ বছরের। গত প্রায় পাঁচ দশকে আকর্ষণীয় মণ্ডপ ও প্রতিমা দর্শনে ক্রমশ মানুষের আগ্রহ বেড়েছে। তারপর কয়েক বছর মানুষের আকর্ষণ একটু কমলেও গত বছর থেকে গঙ্গাধরপুর গ্রামের লক্ষ্মীপুজোয় আবার দর্শনার্থীদের ঢল নেমেছে। বিভিন্ন মণ্ডপে চোখধাঁধানো থিম ও আকর্ষণীয় প্রতিমা। গ্রামের উল্লেখযোগ্য পুজোগুলি হল, গঙ্গাধরপুর বাঘা যতীন স্পোর্টিং ক্লাব, বালক সংঘ, কালিতলা আমরা সবাই, গঙ্গাধরপুর তরুণ সংঘ ও গোল্ডস্টার ক্লাব। গঙ্গাধরপুরের পাশাপাশি গোণ্ডলপাড়া গ্রামের কয়েকটি মণ্ডপে জাঁকিয়ে লক্ষ্মীপুজোর আয়োজন হয়। উৎসব, অনুষ্ঠানের সঙ্গে মেলা বসে। (ছবি ও তথ্যঃ রাকেশ মাইতি)