আরও পড়ুন: বছরের ৯ কোটি ডিম আসবে মালদহের ফার্ম থেকে
এদিন ভক্তদের শ্রীরাম ধ্বনীতে মাতল মুর্শিদাবাদ। জেলার প্রাচীন গ্রাম হিসেবে পরিচিত পাঁচথুপি। ২০১০ সালে এই এই গ্রামে একটি রামমন্দির প্রতিষ্ঠা করা হয়। অযোধ্যায় রাম মন্দির প্রতিষ্ঠা উপলক্ষে এদিন সেখানে বিশেষ পুজোর আয়োজন হয়েছিল। হোম, যজ্ঞের পাশাপাশি বিপুল ভক্তের সমাগম হয়। পাশাপাশি অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠান এখানে সরাসরি দেখানো হয়।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
অযোধ্যা থেকে প্রায় ৯০০ কিলোমিটার দূরে পাঁচথুপিতে এদিন রাম ভক্তদের উচ্ছ্বাস ছিল দেখার মত। এছাড়াও বহরমপুরে গঙ্গা পুজোর পর বউ মানুষ শহর পরিক্রমা করেন। বহরমপুর, রঘুনাথগঞ্জ, কান্দি, বড়ঞা সহ জেলার বিভিন্ন জায়গাতে রামের পুজোর আয়োজন করা হয় সোমবার। পাঁচথুপি গ্রামের আয়োজকরা জানান, আজকে আমাদের প্রতিক্ষার অবসান। সকাল থেকেই নিয়ম মেনেই চলে এই পুজো। বহু সাধারণ মানুষ পুজোতে অংশ গ্রহণ করেছিলেন। দু’দিন ধরে চলে এই উৎসব।
কৌশিক অধিকারী