করোনার আগে কামারপুকুর মঠের ভিতরে বসেই নাম, জপ, ধ্যান করতেন বহু ভক্ত৷ করোনা অতিমারির জন্য যা বন্ধ হয়ে যায়৷ মঠ কর্তৃপক্ষ জানিয়েছে আগের মতোই ভক্তরা মঠের ভিতরেই নাম, জপ, ধ্যান করতে পারবেন৷
আরও পড়ুন: বড় খবর! উঠে যাচ্ছে করোনা বিধিনিষেধ, বিজ্ঞপ্তি জারি করে 'শর্ত' ঘোষণা রাজ্যের
advertisement
সবথেকে বড় কথা, আগের মতোই প্রসাদ গ্রহণ করতে পারবেন ভক্তরা৷ দূর দূরান্ত থেকে কামারপুকুরে আসা ভক্তদের অনেকেইগত দু' বছরে প্রসাদ না পেয়ে ফিরে যেতেন৷ তবে প্রসাদ পেতে গেলে নির্দিষ্ট সময়ে এসে মঠে নাম লেখাতে হবে৷
আরও পড়ুন: মন্দারমণিতে হোটেল বুক করেছেন? কড়া নির্দেশ দিল প্রশাসন, ব্যবসায়ীদের বড় ধাক্কা
মঠের পক্ষ থেকে অধ্যক্ষ স্বামী লোকত্তরানন্দজি মহারাজ এই কথা ঘোষণা করেছেন। মঠে নোটিসও জারি করা হয়েছে। এই খবরে স্বাভাবিক ভাবেই খুশি ভক্তরা। পাশাপাশি কামারপুকুর মঠের আশেপাশে থাকা হোটেল, লজের ব্যবসায়ীরাও খুশি৷ কারণ নানা রকম বিধিনিষেধ থাকায় বহু ভক্তই ইচ্ছে থাকলেও কামারপুকুরে আসছিলেন না৷ এ বার তাই সুদিন ফেরার আশায় ব্যবসায়ীরাও৷
প্রসঙ্গত, বৃহস্পতিবারই রাজ্য সরকার জানিয়ে দিয়েছে, রাজ্যে করোনা সংক্রান্ত কোনও বিধিনিষেধ আর থাকছে না৷ তবে মাস্ক পরা, স্যানিটাইজার ব্যবহারের মতো অভ্যাস বজায় রাখতে হবে৷