শারদ উৎসবের আগে পর্যটন কেন্দ্র দিঘায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে তৎপর হয়ে উঠেছে পুলিশ প্রশাসন। এই বছর দিঘার জন্য দুর্গাপুজো বিশেষভাবে গুরুত্বপূর্ণ, জগন্নাথ মন্দির উদ্বোধনের পর এবার প্রথম দুর্গাপুজো। তাছাড়াও, দিঘায় বড় বড় থিমের দুর্গাপুজোর মণ্ডপ তৈরি হচ্ছে, যা স্বাভাবিকভাবেই বিপুল সংখ্যক পর্যটক এবং দর্শনার্থীকে আকৃষ্ট করবে। পুজোয় দিঘাকে শান্ত রাখতে যাতে না কোনও অপ্রীতিকর ঘটনা ঘটে তার জন্য প্রশাসন যথেষ্ট সতর্ক হয়ে উঠেছে।
advertisement
নিরাপত্তা নিশ্চিত করতে দিঘা প্রবেশের মূল রাস্তা দিঘা-নন্দকুমার ১১৬বি জাতীয় সড়কে রামনগর থানার পুলিশ জোরদার নজরদারি শুরু করেছে। শহরের প্রবেশমুখে প্রতিটি সন্দেহজনক গাড়িকে দাঁড় করান হচ্ছে। শুধু সন্দেহের ভিত্তিতে নয়, বরং নিরাপত্তা নিশ্চিত করার জন্য সব গাড়িকেই চেক করা হচ্ছে। কর্তব্যরত পুলিশ আধিকারিকরা গাড়ির ভিতরে কী রয়েছে, যাত্রীরা কারা এবং তাঁদের দিঘা ভ্রমণের উদ্দেশ্য কী, সেই বিষয়ে গাড়িচালক ও যাত্রীদের পুঙ্খানুপুঙ্খ জিজ্ঞাসাবাদ করছেন। গাড়ি এবং চালকের সমস্ত প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করছে পুলিশ। নিশ্চিত করা হচ্ছে যে কোনও অসাধু উদ্দেশ্য নিয়ে কেউ যেন দিঘায় প্রবেশ করতে না পারে।