বিভিন্ন জায়গায় প্রচারের পাশাপাশি ঘাটাল লোকসভা কেন্দ্রে ডেবরা ও সবং এলাকায় প্রচার চালান অভিনেতা দেব। শনিবার বিকেলে পশ্চিম মেদিনীপুরের সবং এলাকায় রোড শো করেন তৃণমূল প্রার্থী দেব। রোড শোতে উপস্থিত ছিলেন সবং এর বিধায়ক, মন্ত্রী মানসরঞ্জন ভুইয়া, ছিলেন গীতা ভুঁইয়া, ব্লক সভাপতি আবু কালাম বক্স সহ অন্যান্য নেতৃত্বরা।
আরও দেখুন Rachana Banerjee: নির্বাচনী প্রচারে বেরিয়েই দিদি নম্বর ১-এর দারুণ চমক! দেখুন রচনার অভিনব প্রচার
advertisement
শুধু রোড শো নয়, রোড শো এর পাশাপাশি আবির খেলায় মাতলেন তৃণমূল প্রার্থী। দেবের গালে আবির মাখিয়ে দেন গীতা ভূঁইয়া। পাশাপাশি কর্মী-সমর্থকদের উদ্দেশ্যে আবির ছুঁড়ে দোল খেলায় মাতলেন বিদায়ী সাংসদ তথা এবারের প্রার্থী দেব।
প্রসঙ্গত রাত পোহালেই দোল উৎসব। বিভিন্ন জায়গায় রঙের খেলায় মেতেছেন বহু মানুষ। একে অপরকে আবির মাখিয়ে দোল খেলায় মেতেছেন সকলে। তবে প্রচার মিছিল থেকে রঙের খেলায় মাতলেন নেতৃত্বরা। প্রার্থীকে রং মাখিয়ে হোলি সেলিব্রেশন করলেন তৃণমূল কর্মী নেতারা।
নির্বাচন ঘোষণার পর সাধারণ মানুষের কাছে পৌঁছে নানাভাবেই জনসংযোগ সারছেন প্রার্থী থেকে দলীয় নেতৃত্বরা। তবে এবার প্রচার মিছিল থেকে রং খেলায় প্রার্থী। তবে এই আসনে কে জেতে তা এখন দেখার।
রঞ্জন চন্দ